• আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নামলেন আইনজীবীরা
    দৈনিক স্টেটসম্যান | ১৫ আগস্ট ২০২৪
  • আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবার রাস্তায় নামলেন আইনজীবীরা। বুধবার আর জি করের তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের প্রতিবাদে ডাকা এই মিছিলে পা মেলালেন ১০ হাজার আইনজীবী। এদিন ব্যাংকশাল আদালত ছাড়াও অন্যান্য আদালত থেকে আইনজীবীরা এই মিছিলে এসে যোগ দেন। পাশাপাশি মিছিলে যোগ দেন আইনি ছাত্র-ছাত্রীরাও। এদিন দুপুরে ব্যাঙ্কশাল আদালতের সিবিআইয়ের বিশেষ সরকারি আইনজীবী অভিজিৎ ভদ্রের নেতৃত্বে এই মিছিলটি বের হয়।

    এ প্রসঙ্গে সিবিআইয়ের বিশেষ সরকারি আইনজীবী অভিজিৎ ভদ্র বলেন, ‘ আমরা ওই তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের প্রতিবাদে পথে নেমেছি। এই অন্যায়ের প্রতিবাদ হওয়া উচিত। এটা আমাদের সামাজিক কর্তব্য এবং দায়িত্বও। আমরা চাইছি দোষীদের উপযুক্ত শাস্তি হোক। আমার ডাকে এদিন ব্যাঙ্কশাল, নগর দায়রা আদালত ছাড়াও অন্যান্য আদালত থেকে ১০ হাজার আইনজীবী এবং আইনি পড়ুয়ারা এই মিছিলে যোগ দিয়েছিলেন।’
    এদিন ব্যাঙ্কশাল কোর্ট থেকেই এই মিছিল বের হয়। তারপর মূল রাস্তা ধরে হংকং ব্যাংক, জিপিও হয়ে মিছিলটি পৌঁছয় কলকাতা হাইকোর্টে। তারপর সেখান থেকে একই রাস্তা ধরে পুনরায় ব্যাঙ্কশাল কোর্টে ফিরে আসে মিছিলটি।

  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)