• মানুষের কি মনুষ্যত্ব নেই প্রশ্ন শিবপ্রোসাদের, দ্রুত বিচারের দাবি তুললেন কৌশিক
    আনন্দবাজার | ১৪ আগস্ট ২০২৪
  • জীবননান্দ দাশ তাঁর সুচেতনা কবিতায় লিখেছিলেন, ‘কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে।’ কয়েক বছর পেরিয়ে আজ যেন ফের কল্লোলিনী হল কলকাতা। রাজপথে নেমেছেন সমাজের সর্বস্তরের মানুষ। শুধু মহিলারাই নন সঙ্গে রয়েছেন পুরুষরাও। বাদ নেই টালিগঞ্জের তারকারা। ১৫ অগস্ট অ্যাকাডেমীর সামনে ‘মেয়েদের রাত দখল’ কর্মসূচীতে শামিল হলেন কৌশিক গঙ্গোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়, জিনিয়া সেন প্রমুখ। রাজপথে নেমে কী বললেন তাঁরা?

    পরিচালক নন্দিতা রায় বলেন, ‘‘ এই ঘটনা আমাকে নাড়া দিয়েছে, আমি মর্মাহত, কষ্ট পেয়েছি। স্বাধীনতার এই দিবসে প্রতিটা নারীর জন্য স্বাধীনতা চাইছি। খোলা বাতাসে, খোলা আকাশে তাঁরা যেন নির্ভয়ে কাজ করতে পারে। মেয়েদের স্বাধীনতা দাও এটাই চাইছি।’’

    নন্দিতা রায়ের মতো স্তম্ভিত শিবপ্রসাদ। তিনি রাজপথে দাঁড়িয়ে আনন্দবাজার অনলাইনকে বলেন,‘‘ আমার মনে হচ্ছে আমাদের মনুষত্ব্যের সব জায়গাগুলো মরে গিয়েছে। নিজের কর্মস্থলে কোনও মেয়ের সঙ্গে এমন ঘটনা ঘটে তাহলে আমরা কোথাও নিরাপদ নই।’’ পরিচালকের প্রশ্ন, এতদিন কেটে গিয়ে বিচার মিলল না কেন? অন্য আন্দোলনের মতো এই কর্মসূচী প্রতীকি হয়ে থাকবে না বলেই ধারণা পরিচালকের।

    এই কমসূর্চির প্রথম থেকেই মহিলাদের সঙ্গে থাকার কথা বলেছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। ১৫ অগস্টের রাতে তিনি বলেন, ‘‘ এই পথে নামা একেবারেই স্বতঃস্ফূর্ত। প্রতিটা রাস্তায় এত লোক যে আমার এখানে আসতে দেরি হল। এই ঘটনা যেমন যুগ যুগ ধরে ঘটে আসছে নতুন কিছু নয়, তেমনই এই ঘটনার পর সরকার বিরোধী সব পক্ষের কাছেই অনুরোধ রইল আমার যে তাঁরা যেন এই ঘটনার বিচারে বিলম্ব না করেন। তাঁরা যাতে এক জায়াগা এসে দোষীর শাস্তি দেন। এটা সমাজের অসুখ সেটাকে উপড়ে ফেলতে হবে। আমাদের সরকার ও বিরোধীরা একত্রিত হয়ে এই কাজটি করুক এটাই চাইব।’’
  • Link to this news (আনন্দবাজার)