আজকাল ওয়েবডেস্ক : রাত ৯ টা বাজতে না বাজতেই জেলায় জেলায় শুরু হল রাত দখল। প্রতিবাদে পথে নেমে প্রতিবাদ জানায় মহিলারা। মেয়েদের রাত দখল। পথে নামলেন মহিলারা। মেদিনীপুর, হুগলি, বাঁকুড়া, ডায়মন্ড হারবার থেকে শুরু করে কলকাতার কলেজ স্ট্রিট সর্বত্র ধরা পড়ল এক ছবি। কলকাতার নিউ টাউনে দেখা দিল প্রতিবাদের ঢেউ। শুধু মহিলারা নয়, তাদের সঙ্গে সমানতালে পথে নামলেন পুরুষরাও।
ডায়মন্ড হারবার জেনেক্স ভ্যালি আবাসিকদের মোমবাতি মিছিল ।ইতিমধ্যেই জেলায় জেলায় শুরু হয়ে গেছে রাত দখল। পাশাপাশি বারাসাত, বীরভূম সহ বিভিন্ন জেলায় ইতিমধ্যে শুরু হয়েছে রাত দখল।
মাঝরাতের অনেক আগেই দেখা গেল রাত দখল। শিলিগুড়ি, হাবড়াতে মহিলারা নির্ধারিত সময়ের অনেক আগেই পথে নেমে প্রতিবাদ করতে শুরু করেন। উত্তর থেকে শুরু করে সর্বত্র শুরু হয় রাত দখল।
প্রসঙ্গত, আরজি করে এক মহিলা চিকিৎসক ধর্ষণ এবং খুনের অভিযোগ ওঠে। ইতিমধ্যে এই ঘটনার জেরে মূল অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে। তারপর থেকে হাসপাতালে উপযুক্ত নিরাপত্তার দাবিতে আন্দোলন শুরু করে অন্য চিকিৎসকরা। এরপরই এই রাত দখলে নামল জেলার মহিলারা।