• দুর্গাপুরে এলআইসি মিউচুয়াল ফান্ডের ৩৬তম শাখার উদ্বোধন
    বর্তমান | ১৫ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: এলআইসি মিউচুয়াল ফান্ডের দেশের ৩৬তম ব্রাঞ্চ চালু হল স্টিল সিটি দুর্গাপুরে। সোমবার সংস্থার এমডি তথা সিইও রবিকুমার ঝা সিটি সেন্টারে এই ব্রাঞ্চের উদ্বোধন করেন। এলআইসি মিউচুয়াল ফান্ড সংস্থার দাবি, দশকের পর দশক ধরে বিশ্বাসের সঙ্গে কাজ করছে এলআইসি। তিন দশক ধরে সেই বিশ্বাসের সঙ্গে কাজ করছে এলআইসি মিউচুয়াল ফান্ডও। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ অর্থের ১০০শতাংশ নিশ্চয়তা দেওয়া যায় না, তবুও এলআ‌ইসির মিউচুয়াল ফান্ডের লক্ষ্য যতটা সম্ভব বিনিয়োগকারীর অর্থ সুনিশ্চিত রেখে লাভ দেওয়া। সেকারণে তাদের স্কিমের ফান্ড ম্যানেজাররা রীতিমতো গবেষণা করেই সেইসব সেক্টরে বিনিয়োগ করেন যা সুরক্ষিত। রবিবাবুর দাবি, ২০২৩ সালের ৩১ মার্চের হিসেবে অনুযায়ী এলআইসির মূলধনের পরিমাণ ছিল ১৬ হাজার ৫২৬ কোটি টাকা বর্তমানে মার্কেটে তাঁদের অর্থের পরিমাণ ৩৩ হাজার কোটি টাকা। অর্থাৎ অত্যন্ত দ্রুতগতিতে বৃদ্ধি হচ্ছে। বিনিয়োগকারীরা বিপুল লাভ পাচ্ছেন। চলতি অর্থবর্ষের মধ্যে দেশে মোট ৫০টি ব্রাঞ্চ খোলার লক্ষ্যমাত্রা রয়েছে।
  • Link to this news (বর্তমান)