• দার্জিলিংয়ে স্থগিত ‘সাফাই কর’ ফের চালুর উদ্যোগ
    বর্তমান | ১৫ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, দার্জিলিং: দার্জিলিংয়ের বিভিন্ন মহলের আপত্তিতে থমকে যাওয়া ‘সাফাই কর’ ফের লাগু করতে চলেছে পুরসভা। তারা পুজোর মরশুমে পর্যটকদের কাছ থেকে সাফাই কর বাবদ ২০ টাকা করে আদায় করবে। ইতিমধ্যে এজন্য টেন্ডার ডেকে একটি সংস্থা নিয়োগ করতে চলেছে পুরসভা। অন্যদিকে, জিটিএ’র সঙ্গে হাত মেলালেন প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা। তাঁর স্বেচ্ছাসেবী সংস্থা ও জিটিএ যৌথভাবে ইউপিএসসি’র নিঃশুল্ক কোচিং সেন্টার চালাবে। বুধবার লালকুঠিতে যৌথ সাংবাদিক বৈঠক করে একথা জানান জিটিএ চিফ অনীত থাপা ও শ্রিংলা। লোকসভা ভোটের আগে থেকেই দার্জিলিংয়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তোলেন প্রাক্তন বিদেশ সচিব শ্রিংলা।
  • Link to this news (বর্তমান)