• আগে বিচার, পরে ক্ষতিপূরণ, মৃতার মায়ের সঙ্গে সহমত মমতাও
    বর্তমান | ১৫ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগে বিচার হোক, তারপর ক্ষতিপূরণের বিষয়। নির্যাতিতার মায়ের এই বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার পরেই আর জি করের ওই জুনিয়র ডাক্তারের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জ্ঞাপন করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময়েই মুখ্যমন্ত্রী প্রস্তাব দিয়েছিলেন, মেয়ের নামে যদি কিছু পরিবার করতে চায়, তাহলে সরকার পূর্ণ সহযোগিতা করবে। এমনকী, ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণেরও উল্লেখ করেছিলেন তিনি। কিন্তু তখন ওই মৃতার মা জানিয়েছিলেন, আগে মেয়ের খুনিরা ধরা পড়ুক, ঘটনার বিচার হোক, তারপর এসব ভাবা যেতে পারে। এই বিষয়টি স্বাধীনতা দিবসের আগের সন্ধ্যায় বেহালায় দলীয় কর্মসূচিতে সবিস্তারে তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, আজ বৃহস্পতিবার আর জি কর হাসপাতালে যেতে পারেন মৃত জুনিয়র ডাক্তারের বাবা-মা। সিবিআই তদন্ত নিয়ে মৃতার পরিবার বলেছে, আমরা সবই দেখছি, যতক্ষণ না বিচার পাচ্ছি, ততক্ষণ ভরসা পাচ্ছি না। আমাদের মনে অনেক প্রশ্ন রয়েছে। একইসঙ্গে এদিনই ধর্ষণ-খুনে মৃতার পরিবারের সঙ্গে দেখা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী।
  • Link to this news (বর্তমান)