• বাংলায় বিজেপির নতুন সভাপতি কে? সিদ্ধান্ত শীঘ্রই
    বর্তমান | ১৫ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ১৭ আগস্ট দলের জাতীয় পদাধিকারীদের বৈঠক। তার পরই বাংলায় বিজেপির রাজ্য সভাপতি নিয়ে সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় নেতৃত্ব। সেইমতোই আগামী ১৯ থেকে ২১ আগস্ট পালা করে রাজ্যে যেতে পারেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) শীর্ষ নেতারা। রাজ্য পার্টির সর্বস্তরের নেতৃত্বের সঙ্গে এ ব্যাপারে বৈঠকও করতে পারেন তাঁরা। তারপরেই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা ঘোষণা করবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। দলের শীর্ষ সূত্রে এ খবর জানানো হয়েছে।

    আগামী শনিবার দিল্লিতে দলের জাতীয় পদাধিকারীদের বৈঠক ডেকেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তাতে বিজেপির পরবর্তী সর্বভারতীয় সভাপতি নিয়ে একটি প্রাথমিক রূপরেখা তৈরি হবে। ওই বৈঠকে হাজির থাকবেন বিভিন্ন রাজ্যের বিজেপি সভাপতি এবং সাধারণ সম্পাদকরা। স্বাভাবিকভাবেই দলের জাতীয় পদাধিকারীদের বৈঠকে হাজির থাকবেন পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও। বাংলায় বিজেপির পরবর্তী সভাপতি হিসেবে চর্চায় রয়েছে তিনটি নাম। দলের দুই সাংসদ জগন্নাথ সরকার ও জ্যোতির্ময়সিং মাহাত এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। প্রত্যেকেই সঙ্ঘ-ঘনিষ্ঠ।
  • Link to this news (বর্তমান)