• স্বাধীনতার অনুষ্ঠান নির্বিঘ্ন রাখার নির্দেশ
    বর্তমান | ১৫ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্বাধীনতা দিবসের অনুষ্ঠানগুলি সারা রাজ্যে নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য সমস্ত জেলা পুলিস এবং কমিশনারেটগুলিকে সতর্ক করেছেন ডিজি রাজীব কুমার। বুধবার এই বিষয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক বৈঠক করেন তিনি। বুধবার বেশি রাতে কলকাতাসহ রাজ্যজুড়ে রাস্তায় মহিলাদের ঘোষিত কর্মসূচি ঘিরেও বিশেষ নজরদারির নির্দেশ দেন ডিজি। দেওয়া হয় পর্যাপ্ত মহিলা পুলিস মোতায়েন রাখারও নির্দেশ। মূলত শাসক দলের উদ্যোগে বুধবার মাঝরাতে স্বাধীনতা দিবস পালনের অনুষ্ঠানেও পর্যাপ্ত পুলিস বাহিনী রাখতে বলা হয়। এদিকে পুলিস কর্মীরা যাতে ইউনিফর্ম পরে সামাজিক মাধ্যমে ‘রিল ভিডিও’ প্রকাশ না-করেন সব জেলার পুলিসকে সেদিকে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বর্ধমানের এক নাগরিক এই বিষয়ে পুলিসের ডিজির কাছে লিখিত অভিযোগ করেন। তাতে বলা হয়, এভাবে ইউনিফর্ম পরে সামাজিক মাধ্যমে রিল প্রকাশ শৃঙ্খলাভঙ্গেরই শামিল। এই চিঠিটি পাওয়ামাত্রই প্রয়োজনীয় নির্দেশ দেয় রাজ্য পুলিস।
  • Link to this news (বর্তমান)