• মূলধন পেতে ছোট সংস্থাও শেয়ার বাজারের ভরসায়
    বর্তমান | ১৫ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাজারে শেয়ার ছেড়ে মূলধন জোগাড়ের রাস্তায় হাঁটছে ছেট ও মাঝারি শিল্প। দেশে ৭৮০টি এমন সংস্থা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বম্বে স্টক এক্সচেঞ্জে নাম নথিভুক্ত করেছে। তারা শেয়ার বাজারের হাত ধরে ১১ হাজার কোটি টাকার মূলধন সংগ্রহ করেছে। বুধবার বণিকসভা সিআইআই আয়োজিত এক অনুষ্ঠানে এমনটাই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের ইকনমিক অ্যাফেয়ার্স দপ্তরের ফিনান্সিয়াল মার্কেট ডিভিশনের ডিরেক্টর শেখর চৌধুরী। তিনি বলেন, এনজিও’র মতো সামাজিক সংস্থাগুলিও যাতে শেয়ার বাজারের হাত ধরে মূলধন জোগাড় করতে পারে, তারও অনুমতি দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত ৯টি এনজিও ১২ কোটি টাকা তুলেছে। আরও ১০০টি সংস্থা সেই পথে এগনোর জন্য বিএসই এবং এনএসই’র সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। প্রথমবার বাজারে শেয়ার বিক্রি করে মূলধন জোটানোর হারও অনেকটাই বাড়ছে দেশে, দাবি করেছেন তিনি। ২০২৩-২৪ অর্থবর্ষে ২৭২টি সংস্থা এই পথে হেঁটেছে। তার আগের বছরের তুলনায় বৃদ্ধির হার ৬৬ শতাংশ, দাবি তাঁর।
  • Link to this news (বর্তমান)