• নারকেলের ছোবড়ায় অর্কিড ফুলের বাগান
    বর্তমান | ১৫ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: নারকেলের ছোবড়ায় অর্কিডের ফুলের চাষ করে তাক লাগালেন এক ব্যবসায়ী। বারুইপুরের সীতাকুণ্ডে তাঁর নার্সারিতে এক টুকরো অর্কিডের বাগান গড়ে উঠেছে। সেখানে রয়েছে প্রায় দেড় হাজার গাছ। ডেনড্রোবিয়াম নামক অর্কিডের ২৯ রকম প্রজাতির চারা রোপণ করা হয়েছিল সেখানে। অভিজিৎ দে নামে ওই ব্যবসায়ী বলেন, পরীক্ষা করে সেটা দেখা গিয়েছে, টবের মাটির থেকে নারকেলের ছোবড়ায় অর্কিড ভালো হয়। তাই এই নয়া উপায়ে চাষ করা হয়েছে। বাগান তৈরি করলেও, সেই ফুল বাজারে বিক্রি করেন না অভিজিৎবাবু। সরকারি নানা পুষ্প প্রদর্শনী বা মেলা হলে, তাঁর ফার্ম থেকে অর্কিড নিয়ে যাওয়া হয়। 

    থাইল্যান্ড থেকে চারা এনে এক হাজার বর্গ মিটার জুড়ে এই ফুলের চাষ করেছেন ওই ব্যবসায়ী। ছোবড়ায় যে এই চাষ করা যায়, তা তিনি একটি বইয়ে পড়েছিলেন। তারপর নিজেই সেই কাজে নেমে পড়েন। নারকেলের ছোবড়াগুলি সাড়ে তিন মাস ধরে নানা রাসায়নিকে চুবিয়ে রাখা হয়। তারপর তাতে বিভিন্ন উপাদান দিয়ে অর্কিডের চারা বসানো হয়েছিল। ওই ব্যবসায়ীর কথায়, ছোবড়ার মধ্যে গাছ ভালো হয়েছে এবং পোকা ধরার প্রবণতাও কম। আরও একটি বিষয় হল, এই অর্কিড দেখভালের জন্য বিশেষ খরচ নেই। নিয়মিত সার এবং প্রয়োজনমতো কিছু উপাদান দিলেই যথেষ্ট। দক্ষিণ ২৪ পরগনা উদ্যানপালন বিভাগের মতে, এই ফুলের চাষ জেলায় আর কোথাও হয় না। রাজ্যেও খুব কম জায়গায় তা হয়। অর্কিডের এই বাগান বানিয়ে নজির সৃষ্টি করেছেন অভিজিৎবাবু।
  • Link to this news (বর্তমান)