• কন্যাশ্রীর চিকিৎসায় অসহায় মায়ের পাশে টিএমসিপি
    বর্তমান | ১৫ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, কাকদ্বীপ: ‘বর্তমান’-এ প্রকাশিত খবর দেখে অসহায় মায়ের পাশে এসে দাঁড়াল তৃণমূলের ছাত্র সংগঠন। বুধবার সকালে তৃণমূল ছাত্র পরিষদের নেতা ও কর্মীরা কাকদ্বীপের নয়াপাড়ায় ঝর্না মাইতির বাড়িতে গিয়ে আর্থিক সাহায্য তুলে দেন। তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি দেবাশিস দাস বলেন, ‘কন্যাশ্রী দিবসে কাকদ্বীপের এক কন্যাকে বাঁচাতে সব ছাত্র এগিয়ে এসেছে। কাকদ্বীপের দিশানী কঠিন ব্যাধিতে ভুগছেন। তাঁর দু’টি কিডনিই কিছুদিনের মধ্যে বদল করতে না পারলে বড় বিপদ ঘটতে পারে। 

    ‘বর্তমান’-এ এই সংবাদ পড়ার পর আমরা এই পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি। আগামী দিনে ছাত্ররা দিশানীর পাশে থাকবেন’। ছাত্ররা দিশানীর পাশে দাঁড়ানোয় খুশি ঝর্না দেবী। তিনি বলেন, ‘ধীরে ধীরে দিশানী আরও অসুস্থ হয়ে পড়ছে। বর্তমানে প্রতিবেদনটি প্রকাশের পর অনেকেই বাড়িতে আসছেন। সবাইকে আমার কৃতজ্ঞতা জানাই’।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)