• স্বাধীনতা দিবস: বাড়তি নিরাপত্তা স্টেশনগুলিতে
    বর্তমান | ১৫ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার কড়া নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে হাওড়া-শিয়ালদহ সহ সমস্ত গুরুত্বপূর্ণ রেল স্টেশন। সংশ্লিষ্ট স্টেশনগুলিতে ২৪ ঘণ্টার সশস্ত্র নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া বিশেষ পরিস্থিতি মোকাবিলায় রেল পুলিসের র‌্যাপিড রেসপন্ডস টিম কড়া নজরদারি চালাবে। হাওড়া-বর্ধমান স্টেশনে এক্স-রে ব্যাগেজ স্ক্যানার সারাক্ষণ কাজ করছে। সেখানে যাত্রীদের ব্যাগপত্র সঠিকভাবে স্ক্যান করা হচ্ছে। কোনোরকমের আপত্তিকর দ্রব্য ব্যাগে থাকলে তা চিহ্নিত হয়ে যাবে সহজেই। এছাড়া পার্সেল স্ক্যানিং চলছে। সাদা পোশাকে স্টেশনের বিভিন্ন কোনায় নজরদারি চালাচ্ছে আরপিএফ জওয়ানরা। পাশাপাশি অসংখ্য সিসিটিভিতে ধরা থাকছে যাত্রীদের চলাফেরা প্রতিটি মুহূর্ত। শুধুমাত্র স্টেশন চত্বর নয়, পার্কিং এরিয়াতেও কড়া নজরদারি চালানো হচ্ছে। সব মিলিয়ে যাত্রী সুরক্ষার সর্বত্র ব্যবস্থা নিশ্চিত করার কাজে সচেষ্ট রেল। 
  • Link to this news (বর্তমান)