• জগদ্দলের অকল্যান্ড জুট মিল বন্ধের নোটিস
    বর্তমান | ১৫ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শ্রমিক-মালিকের বিরোধের জেরে জগদ্দলের অকল্যান্ড জুট মিলে মঙ্গলবার উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপর বুধবার মিল কর্তৃপক্ষ জুট মিল বন্ধের নোটিস জারি করে। ফলে পুজোর আগে তিন হাজারের বেশি শ্রমিক কর্মহীন হয়ে পড়লেন। ওই নোটিস দেখে উত্তেজিত হয়ে পড়েন জুট মিল শ্রমিকরা। পরিস্থিতি সামলাতে যায় পুলিস। জেলা আইএনটিটিইউসি সভাপতি সোমনাথ শ্যাম বলেন, কেন্দ্রীয় সরকার জুটের অর্ডার কমিয়ে দিয়েছে। তাই সমস্যা হচ্ছে। সমস্যা মেটাতে দু’পক্ষের সঙ্গে আলোচনায় বসব।
  • Link to this news (বর্তমান)