• নারায়ণপুরে প্রতারণা, ৫৫ হাজার টাকা উদ্ধার পুলিসের
    বর্তমান | ১৫ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: অনলাইনে ঋণ নিতে গিয়ে প্রতারণার শিকার হয়েছিলেন নারায়ণপুরের এক ব্যক্তি। ৫৫ হাজার টাকা খুইয়েছিলেন তিনি। অবশেষে ঘটনার তদন্তে নেমে নারায়ণপুর থানার পুলিস ওই টাকা উদ্ধার করল। পুলিস জানিয়েছে, ওই ব্যক্তি অনলাইন প্ল্যাটফর্মে ঋণ নেওয়ার চেষ্টা করছিলেন। তখন প্রতারকরা তাঁকে অল্প সুদে ঋণের টোপ দেয়। বিশ্বাস করে প্রসেসিং ফি বাবদ তিনি ৫৫ হাজার টাকা দিয়ে দেন। কিন্তু, তারপর আর ঋণ পাননি। তদন্তে নেমে পুলিস টাকা ট্রান্সফারের সূত্র ধরে একটি অ্যাকাউন্টের খোঁজ পায়। সেই অ্যাকাউন্ট ফ্রিজ করে টাকাটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ওই ৫৫ হাজার টাকা প্রতারিত ব্যক্তির কাছে ফেরানোও হয়েছে।
  • Link to this news (বর্তমান)