• রেড রোডে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে উত্তরবঙ্গের চা-শ্রমিকরাও
    এই সময় | ১৫ আগস্ট ২০২৪
  • এই সময়: কলকাতার রেড রোডে আজ, বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে অখণ্ড ও ঐক্যবদ্ধ বাংলার ছবি তুলে ধরার পরিকল্পনা রাজ্য সরকারের। যার অঙ্গ হিসেবে এই প্রথম কুচকাওয়াজে পা মেলাবেন উত্তরবঙ্গের চা-শ্রমিকরা। নবান্ন সূত্রে খবর, সেখানকার ৫০টি চা বাগানের শ’খানেক চা-শ্রমিক যোগ দেবেন। থাকবেন উত্তরবঙ্গের লোকশিল্পীরা এবং সেখানকার বিভিন্ন জনজাতির মানুষও।উত্তরের জেলাগুলিকে নিয়ে পৃথক রাজ্যের দাবিতে সরব বিজেপি বিধায়কদের একাংশ। গেরুয়া ব্রিগেডের বিরুদ্ধে আবার রাজ্য ভাগের অভিযোগে সুর চড়িয়েছে জোড়াফুল শিবির। বঙ্গভঙ্গের প্রতিবাদে তৃণমূল সম্প্রতি প্রস্তাবও আনে বিধানসভায়। তার উপর আলোচনায় বঙ্গভঙ্গের প্রস্তাবের কড়া সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    এই অবস্থায় উত্তরবঙ্গের চা-শ্রমিকদের কুচকাওয়াজে সামিলের সিদ্ধান্ত রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ। প্রতি বছরের মতো এ বারও স্বাধীনতা দিবসে নাশকতা ঠেকাতে রেড রোড ও তার আশপাশে প্রচুর পুলিশ মোতায়েন করা হচ্ছে। সংখ্যাটা পাঁচ হাজার বলে খবর। পাশাপাশি কিছু বিক্ষোভের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। সে জন্য রাখা হচ্ছে সাদা পোশাকের পুলিশও।

    থাকছে সিসিটিভিতে নজরদারি। শুধু রেড রোডেই সংখ্যাটা হাজার দেড়েক। বুধবার রাত থেকে কলকাতার ১০০টি পয়েন্টে নাকা চেকিং চলবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে রেড রোডকে ১৩টি জ়োনে ভাগ করা হয়েছে। সেগুলি আবার ৮৬টি সেক্টরে বিভক্ত। নিরাপত্তার দায়িত্বে থাকছেন ১৭ জন ডেপুটি কমিশনার, ৪৬ জন অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার এবং ৯০ জন ইনস্পেক্টর পদমর্যাদার অফিসার।

    আজ সকাল থেকে কুচকাওয়াজ শেষের আগে মেয়ো রোড বন্ধ থাকবে। ফার্লং গেট থেকে রেড রোড পর্যন্ত খিদিরপুর রোড বন্ধ থাকবে। বন্ধ থাকবে লাভার্স লেন, হসপিটাল রোড, মেয়ো রোড, ডাফরিন রোড, কুইন্স ওয়ে এবং কিংস ওয়ে। হেস্টিংস মোড় থেকে খিদিরপুর রোড, এসপ্ল্যানেড র‌্যাম্প, ওয়াই রোড ট্রাম লাইন এবং গভর্নমেন্ট প্লেসের মাঝের অংশে ও আউট্রাম রোডে যান চলাচল নিয়ন্ত্রিত হবে।
  • Link to this news (এই সময়)