সারা বছর ফ্ল্যাগস্ট্যান্ডে উড়তে দেখা যায় জাতীয় পতাকা। কিন্তু ১৫ অগস্ট এলেই ছোট থেকে বড় সবাই ওই ৭৫ ফুট দীর্ঘ ফ্ল্যাগস্ট্যান্ডের সামনে জড়ো হন। হাওড়া জেলার বাকসির জি়রো পয়েন্টে এই ফ্ল্যাগস্ট্যান্ডে প্রতি ১৫ অগস্ট পতাকা উত্তোলন করা হয়। বিশাল উঁচু ওই ফ্ল্যাগস্ট্যান্ড এখন মানুষের কাছে দেখার জায়গাও বটে।স্বাধীনতা দিবস উপলক্ষে প্রত্যেকেই নিজের বাড়িতে পতাকা উত্তোলন করেন। কিন্তু বাকসির ওই ফ্ল্যাগস্ট্যান্ডে পতাকা উত্তোলনের সময় এলাকার প্রায় সমস্ত মানুষ হাজির থাকেন। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই ফ্ল্যাগস্ট্যান্ডে স্বাধীনতা দিবস পালন করা হয়। ফ্ল্যাগস্ট্যান্ডটি তৈরি করেছে আমতা বিধানসভা স্বাধীনতা দিবস উদযাপন কমিটি। যার প্রধান পৃষ্ঠপোষক হলেন আমতার বিধায়ক সুকান্ত পাল।
২০২১ সালে এই ফ্ল্যাগস্ট্যান্ডটি তৈরি হয়েছে। সেই বছর স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন বর্তমানে রাজ্যের পূর্ত এবং জনস্বাস্থ্য ও কারিগরী মন্ত্রী পুলক রায়। এত উঁচু এই ফ্ল্যাগস্ট্যান্ডকে ঘিরে একাধিক পরিকল্পনা রয়েছে বলে জানান বিধায়ক সুকান্ত।
তিনি বলেন, ‘এই জায়গায় একটি পার্ক গড়ে তোলা হবে। এ ছাড়া ওই জায়গায় বিপ্লবী ক্ষুদিরাম বসুর একটি মূর্তি করা হবে। বাকসি জি়রো পয়েন্টের কাছেই দেউলগ্রামে ক্ষুদিরাম বসুর মামার বাড়ি। তাই আমরা সেখানে ক্ষুদিরাম বসুর মূর্তি বসানোর সিদ্ধান্ত নিয়েছি।’ এ ছাড়া স্বাধীনতা সংগ্রামে হাওড়া জেলায় যে সব ব্যক্তিরা অংশ নিয়েছিলেন, ওই ফ্ল্যাগস্ট্যান্ডে তাঁদের মূর্তিও বসানোর পরিকল্পনা রয়েছে।
আমতা কেন্দ্র স্বাধীনতা দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে এ বছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শুরু হচ্ছে ১৪ অগস্ট সন্ধ্যা থেকে। অনুষ্ঠানে কৃতী ছাত্র-ছাত্রীদের, গুনীজনদের সংবর্ধনা দেওয়া হবে। হবে এক সাংস্কৃতিক অনুষ্ঠানও। ১৪ অগস্ট ১২টায় জাতীয় পতাকা উত্তোলন করা হবে।