রাত দখল আন্দোলনের মাঝেই ভাটপাড়ায় চলল গুলি, নিহত এক
আজকাল | ১৫ আগস্ট ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: বুধের মধ্যরাতে রাত দখল আন্দোলনে যখন সামিল আপামর জনসাধারণ, সেই সময়েই উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় চলল গুলি। গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন একজন। মৃতের নাম, গণপৎ সিং।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের শুয়োরমারি এলাকায়। গণপৎ ওই ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। গতকাল রাতে তাঁকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে বিজয় পাসয়ান ও সার্ভার হ্যারি নামে দুই যুবকের বিরুদ্ধে। তাঁদের খোঁজে তল্লাশি চলছে। কী কারণে গুলি চালানো হল, তাও খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয়রা জানিয়েছেন, গুলির আওয়াজ শুনে প্রথমে স্থানীয়রাই এগিয়ে আসেন। গণপৎকে দ্রুত উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর শরীরে তিনটি গুলি লেগেছে বলে জানা গিয়েছে।