আজকাল ওয়েবডেস্ক: মহিলাদের 'রাত দখল'-এর রাতেই তরুণীর গলা কাটা দেহ উদ্ধার। পূর্ব বর্ধমানের নান্দুরে এই ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য।
জানা গিয়েছে, প্রিয়ঙ্কা হাঁসদা নামে মৃত ওই মেয়েটি দু'বছর আগে মুম্বাইয়ের শপিং মল-এ কাজ করতে গিয়েছিলেন। কয়েকদিন আগে সে তাঁর গ্রামের বাড়িতে ফিরে আসে।
বুধবার সন্ধ্যের পর তিনি বাথরুমে যাবার নাম করে ঘরের বাইরে যান। অনেকক্ষণ পরেও ফিরে না আসায় আশঙ্কা তৈরি হয়। এরপর খোঁজাখুঁজি করে বাড়ি থেকে ১০০ মিটার দূরে তাঁর গলাকাটা দেহ উদ্ধার হয়।
ঘটনায় স্তম্ভিত হয়ে তাঁর পরিজনরা। হঠাৎ কী কারণে কে বা কারা তাঁকে খুন করল তা কিছুই তাঁরা বুঝতে পারছেন না বলেই জানিয়েছেন। বর্ধমান ও শক্তিগড় থানার পুলিশ ঘটনার তদন্ত করছে।