আজকাল ওয়েবডেস্ক : আর জি করে হামলার ঘটনায় সংবাদমাধমের ওপর দোষ চাপালেন সিপি বিনীত গোয়েল। এদিন তিনি এসে বলেন, প্রথম থেকে মিডিয়া যেভাবে এই বিষয়টি সামনে এসেছে তা ঠিক নয়। তিনি আরও বলেন, আমরা কাউকে বাঁচানোর চেষ্টা করিনি। কোনও তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেনি কলকাতা পুলিশ। এখন তো সিবিআই তদন্ত করছে। পারলে সিবিআই প্রমাণ করে দেখাক।
তিনি বলেন, ঘটনার পরেই আমি পরিবারের সঙ্গে কথা বলেছি। কমিটি গঠন করে তদন্ত করেছি। মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আমি একবারও বলিনি যে ঘটনার পিছনে একজন আছে। আমি বলেছি, আমরা আরও তদন্ত করছি। সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার জন্য কোনও এক মহাপাত্রকে দায়ী করা হচ্ছে। সে একজন ইন্টার্ন। তাঁর সঙ্গে এই ঘটনার কোনও যোগ নেই। বারবার বলছি, কলকাতা পুলিশ এই ধরনের ঘটনায় কাউকে বাঁচানোর চেষ্টা করছে না।