• ‘আরজি করে ভাঙচুর করতে গুন্ডা পাঠিয়েছেন মমতা, উনি কী মনে করেন? আমরা বুঝব না?’
    হিন্দুস্তান টাইমস | ১৫ আগস্ট ২০২৪
  • বৃহস্পতিবার রাতে কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজে ভাঙচুরের হাত রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, আন্দোলনকারীদের সঙ্গে মিশে হাসপাতালে ভাঙচুর চালিয়েছে তৃণমূলের গুন্ডারা।

    শুভেন্দুবাবু লিখেছেন, ‘আরজি কর মেডিক্যাল কলেজের কাছে অরাজনৈতিক প্রতিবাদ মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর গুন্ডাদের পাঠিয়েছেন। তিনি মনে করেন তিনি বিশ্বের সব থেকে শেয়ানা মানুষ। কেউ তাঁর ধূর্ত চাল ধরতে পারবেন না যে তিনিই আন্দোলনকারীদের সঙ্গে গুন্ডাদের মিশিয়ে দিয়ে আরজি কর মেডিক্যাল কলেজে হামলা চালিয়েছেন।’

    শুভেন্দুবাবু লিখেছেন, ‘পুলিশ তাদের সহজ রাস্তা করে দিয়েছে। পুলিশ হয় পালিয়েছে নইলে তাকিয়ে তাকিয়ে দেখেছে যাতে দুষ্কৃতীরা হাসপাতালে ঢুকে ভাঙচুর চালাতে পারে ও তথ্যপ্রমাণ নষ্ট করতে পারে যাতে সেগুলো সিবিআইয়ের হাতে না পড়ে।’

    বিরোধী দলনেতার দাবি, 'তৃণমূলের গর্ধব গুন্ডাগুলো নিজেদের পরিচয় ফাঁস করে ফেলেছে। তারা প্রতিবাদী চিকিৎসক ও ডাক্তারি পড়ুয়াদের ধরনা মঞ্চ ভাঙচুর করেছে। যারা আন্দোলনকে সমর্থন করতে এসেছেন তাঁরা আন্দোলনের উপকেন্দ্রে ভাঙচুর করবে কেন? গোটা রাজ্যে শান্তিপূর্ণ আন্দোলন হয়েছে। শুধু আরজি করে হিংসা হল কেন? রাজ্যপালের এব্যাপারে অবিলম্বে হস্তক্ষেপ করা উচিত। তথ্যপ্রমাণ নষ্টের এই চেষ্টার ব্যাপারটি সিবিআইয়ের মাথায় রাখা উচিত।’

    বৃহস্পতিবার রাত ১টা নাগাদ মেয়েদের রাত দখল আন্দোলন চলাকালীন আরজি কর মেডিক্যালের দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে প্রায় ১৫০ দুষ্কৃতী। লাঠি, রড, হাতুড়ি নিয়ে এমারজেন্সি ভবনে বেলাগাম ভাঙচুর চালায় তারা। ভবনের এক থেকে তিন তছনছ করে দিয়েছে দুষ্কৃতীরা।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)