• আরজি করে তাণ্ডব, অপরাধীদের সন্ধান চেয়ে ছবি প্রকাশ পুলিশের
    এই সময় | ১৫ আগস্ট ২০২৪
  • আরজি কর হাসপাতালে দুষ্কৃতীদের তাণ্ডবের ঘটনায় কড়া পদক্ষেপের পথে কলকাতা পুলিশ। দুষ্কৃতীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে পুলিশ। রাতের ঘটনার বেশ কিছু ছবি প্রকাশ্যে আনা হয়েছে পুলিশের তরফে। ছবিতে চিহ্নিত করা দুষ্কৃতীদের ধরিয়ে দেওয়ার ব্যাপারে জনসাধারণের কাছে সাহায্য চাওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে।কলকাতা পুলিশ একটি বিবৃতিতে জানিয়েছে, গত রাতে আরজি কর হাসপাতালে হানা দিয়ে আন্দোলনরত চিকিৎসকদের উপর হামলা চালায় পাঁচ থেকে সাত হাজার জনের একটি বাহিনী। হাসপাতালের একাংশে ভাঙচুর করে তারা। পুলিশ জানায়, ডিসি (নর্থ) সহ ঘটনাস্থলে কর্তব্যরত কম সংখ্যক পুলিশ কর্মীরা রীতিমতো প্রাণের ঝুঁকি নিয়ে হামলাকারীদের মোকাবিলা করার চেষ্টা করে যান আগাগোড়া। যতক্ষণ না পর্যন্ত অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ততক্ষণ পর্যন্ত হাসপাতালে থাকা পুলিশ কর্মীরা দুস্কৃতীদের প্রতিহত করার চেষ্টা করেন।

    বুধবার মধ্যরাতের হামলার ঘটনায় আহত হয়েছেন বহু পুলিশ কর্মী। কয়েকজনের আঘাত গুরুতর বলে পুলিশ সূত্রে খবর। পুলিশের তরফে জানানো হয়েছে, এই হামলার নেতৃত্বে থাকা দুষ্কৃতীদের চিহ্নিত করা গিয়েছে। এদের বিরুদ্ধে দ্রুত কড়া পদক্ষেপ করা হবে। এর মাঝেই কলকাতা পুলিশের তরফে বেশ কিছু ছবি প্রকাশ্যে আনা হয়েছে।

    সেখানে বেশ কিছু দুষ্কৃতীর ছবি চিহ্নিত করে দেওয়া হয়েছে। ছবি দিয়ে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, ‘নীচের ছবিতে যাদের চেহারা চিহ্নিত করা হয়েছে তাদের সন্ধান জানা থাকলে অনুরোধ, জানান আমাদের। সরাসরি বা আপনার সংশ্লিষ্ট থানার মাধ্যমে জানান।’ ছবিতে চিহ্নিত করা কোনও দুষ্কৃতীকে দেখতে পাওয়া গেলে বা চিনে থাকলে নিকটবর্তী থানায় জানানোর আবেদন করা হয়েছে কলকাতা পুলিশের তরফে।

    অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করছেন, জরুরি বিভাগের যে সেমিনার হলে চিকিৎসক হত্যার ঘটনা ঘটেছিল, সেখানে তাণ্ডব চালানো হয়েছে। কলকাতা পুলিশের তরফে এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে জানানো হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, ‘অপরাধ সেমিনার রুমে হয়েছিল। কিন্তু সেই সেমিনার রুমকে ছোঁয়া পর্যন্ত হয়নি। যাচাই না করে খবর ছড়াবেন না। আমরা গুজব ছড়ানোর জন্য আইনি পদক্ষেপ করছি।’
  • Link to this news (এই সময়)