আজকাল ওয়েবডেস্ক: আরজি কর হাসপাতালের ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার ১৬ আগষ্ট বাংলা বনধের ডাক দিল এসইউসিআই। সকাল ৬টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত ১২ ঘন্টার এই বনধকে সমর্থন জানিয়েছে বাম শরিক আরএসপি।
বৃহস্পতিবার এই বিষয়ে এসইউসিআই-এর রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ডা.তরুণ মণ্ডল বলেন, 'আরজি কর হাসপাতালে চিকিৎসক খুনের প্রতিবাদ ও ন্যায় বিচারের দাবি-সহ বুধবার গভীর রাতে ওই হাসপাতালে যে ন্যক্কারজনক ঘটনা ঘটেছে তার প্রতিবাদ জানিয়ে আমরা শুক্রবার ১২ ঘন্টার বাংলা বনধের ডাক দিয়েছি।'
এবিষয়ে এসইউসিআইকে সমর্থন জানিয়েছে বাম শরিক আরএসপি। দলের সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য বলেন, 'একজন চিকিৎসককে যেভাবে হাসপাতালের ভেতরে খুন করা হয়েছে এবং যেভাবে বুধবার রাতে হাসপাতালের ভেতরে ঢুকে তাণ্ডব চালানো হয়েছে তাতে আমরা স্তম্ভিত। ফলে শুক্রবার এসইউসিআইয়ের ডাকা বনধকে আমরা নৈতিক সমর্থন জানাচ্ছি।'
যদিও বামফ্রন্ট এই বনধকে সমর্থন করবে কিনা সেবিষয়ে এখনও কিছু সিদ্ধান্ত হয়নি। সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ও কলকাতা জেলা কমিটির সম্পাদক কল্লোল মজুমদার বলেন, 'বৃহস্পতিবার বামফ্রন্টের বৈঠক ডাকা হয়েছে।সেখানে পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হবে।'
বিজেপির তরফে এসইউসিআইয়ের সমালোচনা করে হয়েছে। রাজ্য বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, 'এসইউসিআই এতদিন তৃণমূলের তাবেদারি করে এসেছে সেই এসইউসিআই আজ ঝোঁপ বুঝে কোপ মারবে এটা মানা যায় না।'
গোটা বিষয়টি নিয়ে তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, 'প্রথমদিন থেকে আমরা বলেছিলাম বিষয়টি হল রাম-বামের যৌথ অপচেষ্টা। সিঙ্গুরের তাপসী মালিক খুনের প্রতিবাদে রাজ্যে বনধ ডেকেছিল এসইউসিআই। তৃণমূল সমর্থন করেছিল। আজ কি আরএসপি বা বামেরা স্বীকার করবে সেই বনধটা সঠিক কারণে ডাকা হয়েছিল? বাম আমলে এসইউসিআইয়ের ডাকা বনধ পেশীশক্তির সাহায্যে বাধা দেওয়া হত। আজ সস্তায় ক্ষীর খাওয়ার জন্য বাম-রাম পথে নেমে পড়েছে।'