• সেমিনার রুমে হামলা হয়নি, হাসপাতালে তাণ্ডবে জড়িতদের ছবি প্রকাশ কলকাতা পুলিশের ...
    আজকাল | ১৫ আগস্ট ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: রাত দখল আন্দোলন চলাকালীন আরজি কর মেডিক্যালে দুষ্কৃতীদের তাণ্ডবের ঘটনায় কড়া পদক্ষেপ করতে চলেছে কলকাতা পুলিশ। বুধের রাতে পুলিশের চোখের সামনে এমার্জেন্সি বিল্ডিংয়ে ঢুকে কারা ভাঙচুর করেছিল? তাদের চিহ্নিত করে ছবি প্রকাশ করা হয়েছে। পাশাপাশি দুষ্কৃতীদের সন্ধান চেয়েছে কলকাতা পুলিশ।

    আরজি কর হাসপাতালে হামলার কয়েক ঘণ্টার পর বৃহস্পতিবার সকালে কলকাতা পুলিশের তরফে একগুচ্ছ ছবি পোস্ট করা হয়েছে। হাসপাতালে যারা ভাঙচুর করেছে, তাদের ছবি প্রকাশ করে লেখা হয়েছে, 'সন্ধান চাই: নীচের ছবিতে যাদের চেহারা চিহ্নিত করা হয়েছে তাদের সন্ধান জানা থাকলে অনুরোধ, জানান আমাদের, সরাসরি বা আপনার সংশ্লিষ্ট থানার মাধ্যমে।'

    অন্যদিকে গতকাল সমাজমাধ্যম থেকে লোকমুখে ছড়িয়ে পড়েছে আরজি কর হাসপাতালের সেমিনার রুম, যেখানে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের অভিযোগ উঠেছে, সেটি সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ তোলেন অনেকে। এই ধরনের পোস্ট দেখে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, 'অপরাধ সেমিনার রুমে হয়েছিল। সেই সেমিনার রুমে কোনও হামলা হয়নি। যাচাই না করে খবর ছড়াবেন না। আমরা গুজব ছড়ানোর জন্য আইনি পদক্ষেপ করছি।'
  • Link to this news (আজকাল)