স্বাধীনতা দিবসে রেড রোডে মমতা, 'গার্ড অফ অনার' মুখ্যমন্ত্রীকে ...
আজকাল | ১৫ আগস্ট ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: ৭৮তম স্বাধীনতা দিবসে রেড রোডে পতাকা উত্তোলন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সকাল দশটা নাগাদ রেড রোডে পৌঁছন তিনি। সঙ্গে ছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। শহিদ স্মারকেও মাল্যদান করেন। মুখ্যমন্ত্রীকে এদিন 'গার্ড অফ অনার' প্রদান করা হয়।
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে চার আইপিএস অফিসারকে সম্মান প্রদান করেন মুখ্যমন্ত্রী। বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ, ডিআইজি(নিরাপত্তা) আভারু রবীন্দ্রনাথ, কলকাতা পুলিশের ডিসিপি ইন্দিরা মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর কার্যালয়ের অফিসার অন স্পেশাল ডিউটি দিব্যজ্যোতি দাসকে সম্মান প্রদান করেন তিনি।
পাশাপাশি পুলিশ মেডেল সম্মাননা প্রদান করেন মুখ্যমন্ত্রী। পুলিশ বাহিনীর তরফে কুচকাওয়াজ হয়।