আজকাল ওয়েবডেস্ক: রাত দখল আন্দোলনের মাঝেই আরজি কর মেডিক্যালে ভয়াবহ হামলা চালায় একদল দুষ্কৃতী। এমার্জেন্সি বিল্ডিংয়ে ব্যাপক ভাঙচুরের পাশাপাশি আন্দোলনকারীদের মঞ্চ ভেঙে ফেলে তারা। পুলিশের উপরও হামলা করা হয়। এই ঘটনায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গভীর রাতে আন্দোলনের মাঝেই, পুলিশের চোখের সামনে ব্যারিকেড ভেঙে হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিংয়ে ঢুকে পড়ে দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাকারীরা 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান দিতে দিতেই বিল্ডিংয়ে ঢুকে তাণ্ডব শুরু করে। ব্যাপক ভাঙচুরের পর হাসপাতালের ভিতরে আন্দোলনকারীদের মঞ্চ ভেঙে দিয়ে পালিয়েও যায়।
ভয়াবহ হামলার পর অন্ততপক্ষে ১৫ জন পুলিশকর্মী আহত হয়েছেন। আহত হয়েছেন মানিকতলার ওসি, ডিসি নর্থ। প্রসঙ্গত, আরজি করে হামলার ঘটনার পর তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি ভাঙচুরের ঘটনায় জড়িতদের ধরতে পুলিশকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন। এর মধ্যেই নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।