• ‘এটা ভালো’, RG কর কাণ্ডে পুলিশের প্রশংসায় মমতা, 'পুজো, শ্যুটিং- সবেই কাজ করে'
    হিন্দুস্তান টাইমস | ১৫ আগস্ট ২০২৪
  • আরজি কর হাসপাতালে তাণ্ডবের ঘটনায় পুলিশের প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার স্বাধীনতা দিবসে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাতের পরে রাজভবনের বাইরে দাঁড়িয়ে কলকাতা পুলিশের উপর ‘হামলা’ চলায় উষ্মাপ্রকাশ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘পুলিশের অনেকেই মার খেয়েছেন। কিন্তু তাঁদের একটা সাধুবাদ দেব। তাঁরা ধৈর্য হারাননি। এত তাণ্ডব দেখেও তাঁরা সহ্যের সীমা হারাননি। তাঁরা শান্তির জন্য কাউকে আঘাত করেননি। এটা ভালো।’

    তিনি আরও বলেন, ‘আমরা কি একবারও ভাবি যে দুর্গাপুজোর সময় কারা নিরাপত্তা দেয়? কারা দেয়? কলকাতা পুলিশ দেয়। রাজ্য পুলিশ দেয়। খেলা থেকে শুরু করে রাস্তার জ্যাম শুরু করে, সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে চলচ্চিত্রের শ্যুটিং থেকে শুরু করে - সব ব্যাপারেই তো এই রাজ্য পুলিশই কাজ করে। কলকাতা পুলিশ কাজ করে। তাঁদের মারধরের কারণ কী? তাঁরা তো কিছু করেনি।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)