টোটোর ধাক্কায় মুর্শিদাবাদে মৃত্যু ‘সিরাজদৌল্লা’র
আজকাল | ১৬ আগস্ট ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: সাইকেলে করে ডিউটি করতে যাওয়ার সময় টোটোর ধাক্কায় মৃত্যু হল সুতি থানার এক সিভিক ভলান্টিয়ারের। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে। গুরুতর আহত অবস্থায় ওই সিভিক ভলান্টিয়ারকে প্রথমে মহেশাইল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে তাঁর অবস্থার অবনতি হলে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ডাক্তাররা রেফার করে দেন। সেখানে গভীর রাতে মৃত্যু হয় ওই সিভিক ভলান্টিয়ারের।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ওই সিভিক ভলান্টিয়ারের নাম মহম্মদ সিরাজদৌল্লা (৩৭)। তাঁর বাড়ি সুতি থানার জগতাই–ডিহিগ্রামে। পুলিশ সূত্রে আরও জানা গেছে, বুধবার রাতে তিন সন্তানের বাবা ‘সিরাজউদ্দৌলা’ সাইকেল করে সুতি থানায় ডিউটি করার জন্য আসছিলেন। সেই সময় ঔরঙ্গাবাদ–কলেজপাড়া এলাকার কাছে একটি টোটো গাড়ি সজোরে তাঁকে ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পড়েন সিরাজদৌল্লা।
গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে মহেশাইল হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু বাঁচানো যায়নি তাঁকে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।