• মমতা
    আজকাল | ১৬ আগস্ট ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : বুধবার রাতে আর জি করে যে দুষ্কৃতী তাণ্ডব হয়েছে তা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার তিনি বলেন, বহিরাগত রাজনৈতিক লোক বাম -রাম এই অশান্তি করেছে। আমি ছাত্রছাত্রীদের দোষ দিচ্ছি না। যারা এই কাজ করেছে তারা রাম-বামের লোক। পুলিশের ওপর নির্মম আঘাত করা হয়েছে। তবে পুলিশ নিজের কাজ করেছে। শান্তির জন্য তারা কাউকে আঘাত করেনি।

    এদিন তিনি আরও বলেন, অনেক টাকার সামগ্রী নষ্ট হয়েছে। অনেকে পরিষেবা না পেয়ে ফিরে যাচ্ছে। ফের এই অবস্থা কবে ঠিক হবে তা জানা নেই। কাল মিছিল করবো ফাঁসির দাবিতে। কখনও এমন ঘটনা ঘটে যায়। এর একটা শাস্তি ফাঁসি দিয়ে দাও। নিরাপরাধ ব্যাক্তি যেন শাস্তি না পায়। কাল ধর্মঘট হবে না। রাজ্য সরকার তৈরী থাকবে।

    প্রসঙ্গত, বুধবার রাতে একদল দুষ্কৃতী রাত বারোটার পর আর জি কর হাসপাতালে তাণ্ডব চালায়। তারা অবস্থান মঞ্চ ভেঙে দেয়। এরপর তারা হাসপাতালে ভিতরে ঢুকে ভাঙচুর করে। পুলিশ আহত হয়। এরপর বিশাল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনাস্থলে আসেন সিপি বিনীত গোয়েল।
  • Link to this news (আজকাল)