• ‌বাঁকুড়ার একাধিক এলাকায় মাওবাদী পোস্টার, স্বাধীনতা দিবসের দিন তীব্র চাঞ্চল্য ...
    আজকাল | ১৬ আগস্ট ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ স্বাধীনতা দিবসের দিন মাওবাদী পোস্টারকে কেন্দ্র করে চাঞ্চল্য বাঁকুড়ায়। জানা গেছে, বৃহস্পতিবার জঙ্গলমহল রাইপুর থানার মটগোদা ও সারগাড়ি এলাকায় মাওবাদী পোস্টার দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে রাইপুর থানার পুলিশ গিয়ে পোস্টারগুলি উদ্ধার করে। সাদা কাগজের উপরে লাল কালিতে লেখা এই পোস্টারে পশ্চিমবঙ্গে দুর্নীতি নিয়ে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। যদিও পুলিশের দাবি, পোস্টারগুলি ভুয়ো। মাওবাদীদের নাম করে দুষ্কৃতীরা এই পোস্টার সাঁটিয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

    পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে রাইপুর থানার মটগোদা এলাকায় সরকারি ল্যাম্পস অফিসের দেওয়ালে সাদা কাগজের উপরে লাল কালিতে লেখা মাওবাদীদের নামাঙ্কিত পোস্টার দেখা যায়। পোস্টারে মাওবাদী–সহ একাধিক বানান ভুল ছিল। পোস্টারে সরকারি দুর্নীতির বিরুদ্ধে হুঁশিয়ারি দেওয়ার কথা লেখা ছিল। ভুল বানানের একটি পোস্টারে লেখা ছিল, ‘‌আমাদের পশ্চিমবঙ্গের যে দূরনিতী তা আমরা আর সজ্য করতে পারছি না। তাই আমরা আবার লড়াইয়ে নেমেছি। লাল লাল লাল সেলাম।’‌ সারগাড়ি এলাকাতেও এরকম পোস্টার নজরে আসে। পুলিশ সেগুলি উদ্ধার করেছে। বাঁকুড়ার পুলিশ সুপার বলেন বাঁকুড়া জেলায় ওই সংগঠনের কোনও অস্তিত্ব নেই। স্থানীয় কোনও দুষ্কৃতী শুধুমাত্র মিডিয়ার নজর টানতে স্বাধীনতা দিবসের দিন এই পোস্টার দিয়ে থাকতে পারে। ঘটনার তদন্ত করে দোষীকে চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানিয়েছেন বাঁকুড়ার পুলিশ সুপার।
  • Link to this news (আজকাল)