পুলিশি নিরাপত্তা চেয়ে হাইকোর্টে সন্দীপ, মামলা দায়েরের নির্দেশ আদালতের
এই সময় | ১৬ আগস্ট ২০২৪
পুলিশি নিরাপত্তা চেয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। মামলাটির দ্রুত শুনানির আর্জি জানানো হয়। তবে, আজকেই কোনও নির্দেশ দিলেন না বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। মামলা দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।সন্দীপ ঘোষ অধ্যক্ষের দায়িত্বে থাকাকালীনই আরজি কর মেডিক্যাল কলেজে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। তড়িঘড়ি অধ্যক্ষের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া সন্দীপ ঘোষকে। যদিও, আরজি কর হাসপাতালের অধ্যক্ষ পদ ছাড়ার পর তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে বদলি করা হয়েছিল।
কলকাতা হাইকোর্ট জানায়, আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষের দায়িত্ব নিতে পারবেন না। তবে, এবার পুলিশি নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন তিনি। এর আগে সন্দীপের অপসারণের দাবিতে সরব হন আরজি করের জুনিয়র ডাক্তাররা। পাশাপাশি, তাঁকে যেন অধ্যক্ষ না করা হয় এই দাবি তুলে আন্দোলন করেছিলেন ন্যাশনাল মেডিক্যাল কলেজে পড়ুয়ারাও।
গত মঙ্গলবার কলকাতা হাইকোর্ট প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, আদালতের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সন্দীপ ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে বসতে পারবেন না। প্রধান বিচারপতিকে রাজ্যের উদ্দেশে বলতে শোনা যায়, ‘পুরস্কৃত অধ্যক্ষকে ছুটিতে যেতে বলুন। তা না হলে আমরা নির্দেশ দেব।’ আদালতের নির্দেশের পরেই সন্দীপ ছুটির আবেদন করেন। সেই ছুটির আবেদন কার্যত বাতিল করে দেয় প্রধান বিচারপতির বেঞ্চ।