শ্রাবণ শেষে বঙ্গে তুমুল বর্ষণ, কয়েক ঘণ্টায় জেলায় জেলায় অতি ভারী বৃষ্টি! বড় আপডেট দিল হাওয়া অফিস...
আজকাল | ১৬ আগস্ট ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: শ্রাবণ শেষে বঙ্গে তুমুল বর্ষণ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জানাল হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর শুক্রবার জানিয়েছে, আজ এবং আগামিকাল, অর্থাৎ শুক্র এবং শনিবার প্রবল বৃষ্টিতে ভিজবে দুই বঙ্গের জেলাগুলি।
হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণ বাংলাদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় তা পরিণত হবে নিম্নচাপে। নিম্নচাপ তৈরি হওয়ার পর, আরও শক্তিশালী হয়ে সেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করে এগিয়ে যাবে ঝাড়খণ্ডের দিকে। এই কারণেই প্রবল বর্ষণে ভিজবে দক্ষিণবঙ্গের জেলাগুলি।
শুক্রবার অতিভারী বৃষ্টি হবে দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে
বৃষ্টির সঙ্গেই সম্ভাবনা বজ্র বিদ্যুতের। শনিবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে। দক্ষিণ বঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা রবিবারও। শুক্রবার সকাল থেকেই আকাশ মেঘলা কলকাতার।