আরজি কর-কাণ্ডে শুক্রবার পথে নামছেন মমতা, ১২ ঘণ্টার বনধ এসইউসিআই-এর, ৩ ঘণ্টা পথ অবরোধ বিজেপির...
আজকাল | ১৬ আগস্ট ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: আরজি কর কাণ্ডে উত্তাল পরিস্থিতি রাজ্য জুড়ে। ঘটনায় শুরু থেকেই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ইতিমধ্যে, ১৪ আগস্ট মধ্যরাতে রাজ্য জুড়ে বিপুল সংখ্যক মানুষ 'মেয়েরা রাত দখল করো' কর্মসূচিতে পথে নামেন। ঘটনায় আন্দোলন চলছে রাজ্য জুড়ে। আর সেসবের মাঝেই এবার পথে নামছেন মমতা।
১৪ তারিখেই তিনি জানিয়েছিলেন, আরজি কর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে শুক্রবার অর্থাৎ ১৬ আগস্ট বিকেল ৩টায় মৌলালির মোড় থেকে মিছিল করবেন তিনি। ১৭ আগস্ট, রাজ্য জুড়ে সব ব্লক, ওয়ার্ডে দু' ঘন্টা মিছিল আন্দোলন হবে রাম-বামের চক্রান্তের বিরুদ্ধে। ১৮ তারিখেও ধর্না হবে ব্লকে ব্লকে। ২০ তারিখে ফের পথে নামবে রাজ্যের শাসক দল।
অন্যদিকে শুক্রবার রাজ্য জুড়ে ১২ ঘণ্টার বনধ ডেকেছে এসইউসিআই। সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত রাজ্য জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে তারা। ফ্রন্ট শরিক আরএসপি সরাসরি সমর্থন জানিয়েছে বনধকে। বনধ-এর বিরোধিতা করেনি সিপিএমও। এদিন রাজ্যজুড়ে প্রতিবাদ দিবস পালন করবে তারা। পরিকল্পনা, জেলায় জেলায়, ব্লকে ব্লকে এদিন আরজি করের ঘটনার প্রতিবাদে মিছিল, মিটিং বের করা হবে। যদিও সকালের প্রথম ভাগে বনধের প্রভাব লক্ষ্য করা যায়নি।
আরজি করে কর্তব্যরত তরুণী চিকিৎসকের মৃত্যু এবং আন্দোলনের মাঝে হাসপাতালে হামলার প্রতিবাদে শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পথ অবরোধের পরিকল্পনা গেরুয়া শিবিরের। সূত্রের খবর, শুক্রবার সন্ধেবেলা হাজরা মোড় থেকে হরিশ চ্যাটার্জি স্ট্রিট পর্যন্ত মোমবাতি মিছিল করবে বিজেপি মহিলা মোর্চা।