• সমাজমাধ্যমের পোস্ট থেকে খোঁজ মিলল পাঁচজনের, আরজি করে হামলার ঘটনায় গ্রেপ্তার ১৯...
    আজকাল | ১৬ আগস্ট ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আরজি করে কাণ্ডে উত্তাল পরিস্থিতি রাজ্যে। ১৪ আগস্ট রিক্লেইম দ্য নাইট কর্মসূচিতে পথে নামেন মহিলারা। মহিলাদের রাতের দখল নেওয়ার কর্মসূচিতে সঙ্গে নামেন পুরুষরাও। সেদিন রাতেই, আন্দোলনের মাঝে হামলা চলে আরজি কর হাসপাতালে। 

    শুক্রবার সকালে কলকাতা পুলিশের তরফে জানানো হয়, হামলার ঘটনায় এখনও পর্যন্ত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে ৫ জনকে পুলিশের তরফ থেকে সমাজমাধ্যমে দেওয়া পোস্ট দেখে চিহ্নিত করেছেন সাধারণ মানুষ। 

    উল্লেখ্য, আরজি করে আন্দোলনের মাঝেই হামলার ঘটনার পরেই, কলকাতা পুলিশের পক্ষ থেকে সমাজমাধ্যমে পোস্ট দেওয়া হয়। তাতে অন্তত ৮০টি ছবি পোস্ট করা হয়, হামলার মুহূর্তের এবং বেশ কয়েকজনকে গোল দাগ দিয়ে চিহ্নিত করে পুলিশের তরফ থেকে তাদের সন্ধান চাওয়া হয়েছিল। বলা হয়েছিল, 'যাদের চেহারা চিহ্নিত করা হয়েছে, তাদের সন্ধান জানা থাকলে অনুরোধ, জানান আমাদের। সরাসরি বা আপনার সংশ্লিষ্ট থানার মাধ্যমে। '

    উল্লেখ্য, বুধবার রাতে হাসপাতালে হামলার ঘটনার পরেই সমাজমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। অভিষেক লেখেন, 'আরজি করে হামলার ঘটনা সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছে। একজন জনপ্রতিনিধি হিসাবে আমি কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলেছি। তাঁর কাছে আবেদন জানিয়েছি যে এই হামলার সঙ্গে জড়িতদের, ২৪ ঘণ্টার মধ্যে আইনি বিচারের আওতায় আনতে হবে। চিকিৎসকদের সুরক্ষা দেওয়া সরকারের দায়িত্ব। সরকারের থেকে ন্যূনতম সুরক্ষাটুকু তাঁরা আশা করতেই পারেন।' 
  • Link to this news (আজকাল)