• স্বাধীনতা দিবসে মর্মান্তিক ঘটনা, জলঢাকা নদীতে নেমে নিখোঁজ ব্যবসায়ী
    বর্তমান | ১৬ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, জলপাইগুড়ি: স্বাধীনতা দিবসের দিন জলপাইগুড়িতে মর্মান্তিক দুর্ঘটনা। ঘুরতে এসে নাগরাকাটায় জলঢাকা নদীতে নেমে নিখোঁজ হলেন বানারহাটের এক ব্যবসায়ী। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

    পুলিস সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ ব্যবসায়ীর নাম মিন্টু সাহা। তাঁর বয়স ৩৫। বাড়ি বানারহাটের খুদিরামপল্লিতে। গত ১৫ আগস্ট বানারহাট থেকে তাঁরা সাত বন্ধু মিলে নাগরাকাটার জলঢাকা নদীতে বেড়াতে আসেন। বন্ধুদের দাবি, কোনও এক ফাঁকে মিন্টু সাহা নদীতে হাত, পা ধুতে যান। সেই সময়ই দুর্ঘটনাটি ঘটে। পা পিছলে নদীতে পড়ে যান তিনি। বন্ধুরা ছুটে এসে তাঁকে বাঁচানোরও চেষ্টা করেন। কিন্তু পাহাড়ি খরস্রোতা নদীতে ভেসে যান ওই ব্যবসায়ী। খবর পেয়ে নাগরাকাটা থানার পুলিস ঘটনাস্থলে আসে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাত আটটা পর্যন্ত জলঢাকা নদীতে তল্লাশি চালানো হয়। কিন্তু ঘন অন্ধকার হয়ে আসায় তল্লাশি বন্ধ করতে বাধ্য হয় পুলিস। এরপর আজ, শুক্রবার সকাল থেকে জাতীয় বিপর্যয় মোকাবিলার দলকে সঙ্গে নিয়ে ফের তল্লাশি অভিযান শুরু করা হয়।
  • Link to this news (বর্তমান)