• গঙ্গার জলে তলিয়েছে রাস্তা, কার্যত বিচ্ছিন্ন ‘দ্বীপ’ মালদহের উত্তর চন্ডীপুর
    বর্তমান | ১৬ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, মানিকচক: গঙ্গার জলে তলিয়ে গিয়েছে রাস্তা। যার জেরে সড়কপথে মালদহের মানিকচক, মথুরাপুর সঙ্গে কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে উত্তর চন্ডীপুর গ্রাম। ফলে আজ, শুক্রবার সকাল থেকে উত্তর চন্ডীপুরের কয়েক হাজার মানুষ আটকে পড়েছে। যদিও, প্রশাসনের তরফে ইতিমধ্যেই নৌকার ব্যবস্থা করা হয়েছে। সরাসরি সড়কপথ না থাকায় আপাতত নৌকাই ভরসা দুর্গত গ্রামবাসীদের।

    মানিকচক থেকে ৪ কিলোমিটার দূরে মথুরাপুর। সেখান থেকে আরও ১৩ কিলোমিটার দূরে অবস্থিত উত্তর চন্ডীপুর গ্রাম। গঙ্গার জল ঢুকে এই গ্রামের বিস্তীর্ণ এলাকা গত এক সপ্তাহ ধরে জলের তলায় রয়েছে। তবে সড়কপথে মানিকচকের সঙ্গে যোগাযোগ বহাল ছিল। কিন্তু,আজ গঙ্গার জলে মানিকচক থেকে উত্তর চন্ডীপুর গ্রামে যাতায়াতের অন্যতম রাস্তার বেশ কিছুটা অংশ প্লাবিত হয়ে যায়। ফলে দুর্ভোগ আরও বেড়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মথুরাপুর থেকে উত্তর চন্ডীপুর যাওয়ার রাস্তায় ৭ কিমি দূরে পুলিনটোলায় পাকা রাস্তার কয়েক মিটার অংশ ভেঙে গিয়েছে। ফলে নতুন করে বিপত্তি সৃষ্টি হয়েছে। তবে মানিকচক থেকে চণ্ডীপুর যাওয়ার আরও একটি রাস্তা রয়েছে। সড়ক পথে মানিকচক থেকে ২০ কিমি রাস্তা ঘুরে হীরানন্দপুর হয়ে। ওই রাস্তা দিয়ে দক্ষিণ চন্ডীপুর পার করে উত্তর চন্ডীপুর যাওয়া যায়। কিন্তু সেই রাস্তা অত্যাধিক ঘুরপথ হওয়ায় তা সাধারণত এড়িয়েই চলেন স্থানীয়রা।
  • Link to this news (বর্তমান)