RG Kar কাণ্ড LIVE UPDATE: শনিবার ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিলের ডাক দিলেন মমতা
প্রতিদিন | ১৬ আগস্ট ২০২৪
আর জি কর কাণ্ডে তোলপাড় গোটা দেশ। প্রতিবাদে ফুঁসছে সবমহল। ইতিমধ্যেই তদন্তভার হাতে পেয়েছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর চাপ বাড়াতে আজ পথে নামছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিনভর একাধিক কর্মসূচি রয়েছে বিজেপির। আজ ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে SUCI। দিনভর কী ঘটছে তার প্রতিমুহূর্তের আপডেট পেতে নজর রাখুন সংবাদ প্রতিদিন ডিজিটালে।
বিকেল ৫.০২: CBI-কে ডেডলাইন বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবারের মধ্যে কিনারা করতে না পারলে সোমবার দিল্লিতে ধরনা কর্মসূচি হবে, ডোরিনা ক্রসিংয়ের সভা থেকে ঘোষণা মমতার।
বিকেল ৪.৪৭: শ্য়ামবাজার পাঁচ মাথা মোড়ে বিজেপির ধরনা। সেখান থেকে সুকান্ত মজুমদারকে প্রিজন ভ্য়ানে তুললেন লালবাজার।
বিকেল ৪.৩২: শনিবার ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিলের নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিমো। অভিযোগ তুললেন, এই ঘটনায় প্রচুর অসত্য খবর ছড়াচ্ছে সোশাল মিডিয়ায়। রাম-বাম জোট এর জন্য দায়ী। এসব চক্রান্ত ব্যর্থ করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বিকেল ৪.০২: আর জি করের সামনে আন্দোলন যে আচমকা হিংসাত্মক হয়ে উঠবে, ভাবতে পারিনি। আমাদের ভাবনায় ভুল ছিল। সাংবাদিক বৈঠকে বললেন পুলিশ কমিশনার।
দুপুর ৩.৪০: আর জি কাণ্ডের প্রতিবাদ, দোষীদের ফাঁসির দাবিতে পথে নামলেন খোদ মুখ্যমন্ত্রী। সঙ্গে দলের সমস্ত মহিলা বিধায়ক, সাংসদ।
দুপুর ৩.৩৪: সিবিআই তদন্তে আস্থা রাখার আর্জি পুলিশ কমিশনার বিনীত গোয়েলের। দেখালেন ভাঙচুরের দিনের সিসিটিভি ফুটেজ।
দুপুর ৩.০৮: তলবে সাড়া দেননি। আদালতে দাবি করেছিলেন, উত্তপ্ত জনতা ঘিরে থাকায় হাজিরা দিতে পারেননি। শুক্রবার দুপুরে হাই কোর্ট থেকে ফেরার পথে মাঝরাস্তা থেকে পাকড়াও আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। নিয়ে যাওয়া হল সিজিও কমপ্লেক্সে।
দুপুর ২.৫০: আর জি কর কাণ্ডের প্রতিবাদ। কর্মবিরতিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা।প্ল্যাকার্ড হাতে ক্যাম্পাসে পড়ুয়ারা। এদিকে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার বেড়ে ২৪।
দুপুর ২.৪০: শুক্রবার দুপুরে ফের আর জি করে গেলেন সিবিআই আধিকারিকরা। জানা গিয়েছে, তদন্তের স্বার্থে হবে ডিজিটাল ম্যাপিং।
দুপুর ২.২০: সিজিও কমপ্লেক্সে পৌঁছলেন আর জি করের চেস্ট বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ অরুনাভ দত্তচৌধুরী।
দুপুর ২.১৭: সোদপুর ট্রাফিক মোড়ে পথ অবরোধ বিজেপির কর্মী-সমর্থকরা। দোষীদের শাস্তির দাবিতে সুর তুললেন তিনি। ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে সোদপুর ট্রাফিক মোড় জুড়ে। ঘটস্থলে খড়দহ থানার বিশাল পুলিশ বাহিনী।