• অনিতা দেওয়ান থেকে তাপসী মালিক, বামেদের এক হাত নিলেন মুখ্যমন্ত্রী
    এই সময় | ১৬ আগস্ট ২০২৪
  • মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করছেন, ‘ডঃ অনিতা দেওয়ানের ঘটনা, গণধর্ষণ হয়েছিল, কার আমলে?’ মঞ্চের সামনে দর্শকদের উত্তর, ‘সিপিএমের আমলে।’ মমতা আবার বললেন, ‘কোচবিহারের নার্স বর্ণালি দত্তকে খুন করেছিল কার আমলে? সিঙ্গুরের তাপসী মালিককে ধর্ষণ কার আমলে?’ আবার উত্তর এল, ‘সিপিএমের আমলে’। বানতলা ধর্ষণ কাণ্ড থেকে শুরু করে হাথরাস, উন্নাও একাধিক ঘটনা তুলে ধরে শুক্রবার সিপিএম-বিজেপিকে একযোগে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।শুক্রবার বিকেলে মৌলালি থেকে হাঁটা শুরু করে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিলের সামনের সারিতে ছিলেন তৃণমূল কংগ্রেসের মহিলা বিধায়ক-সাংসদরা। মিছিল শেষে বক্তৃতা মঞ্চ থেকে মমতা বলেন, ‘সত্য আমরা জানতে চাই। আমরা সকলে ফাঁসি চাই। কুৎসা নয়, সত্য চাই।’ তাঁর কথায়, ‘যখন উন্নাও, হাথরসে হয়, তাঁরা প্রতিবাদ করেন না। রাজভবনে হেনস্থার ঘটনাতে প্রতিবাদ করেন না। আজ দুর্ভাগ্যজনক ঘটনা নিয়ে এ রকম করছেন!’

    মমতার নিশানায় ছিল সিপিএম–বিজেপি। সিপিএম আমলে ঘটা বানতলা ধর্ষণ কাণ্ড থেকে ধনঞ্জয়ের ফাঁসির ঘটনা মনে করিয়ে দেন তিনি। উঠে আসে সাঁইবাড়ি, কেশপুর, নানুরের কথাও। মমতা বলেন, ‘আমরা কামদুনিতে দু’জনকে ফাঁসি দিয়েছি। ধনঞ্জয়কে ফাঁসি দিয়েছিলেন। কিন্তু আসল লোককে কি ফাঁসি দিয়েছেন? রোজ কাগজে পড়ছি। যিনি ফাঁসি দিয়েছেন, তিনি বলছেন, আমি মনে মনে কষ্ট পাচ্ছি।’

    হাথরাস, উন্নাওয়ের ঘটনাও মনে করিয়ে দেন তিনি। বিজেপি শাসিত রাজ্যে এই ধরণের ন্যক্কারজনক ঘটনা ঘটলেও তার বিচার কী হল? প্রশ্ন তোলেন তিনি। বিজেপিকে নিশানা করে মমতা বলেন, ‘মণিপুর সামলাতে পেরেছন? নাগাল্যান্ড, অসম সামলাতে পেরেছেন? মিথ্যে প্রমাণিত হয়। যতই কুৎসা করা হোক।’

    এদিন মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের তরফে এই ঘটনায় প্রথম থেকেই পদক্ষেপ করা হয়েছিল। তাঁর কথায়, মৃত চিকিৎসকের মা-বাবার কাছে রবিবার পর্যন্ত সময় চাওয়া হয়েছিল। হাসপাতালের এভিডেন্স নিতে সময় লেগেছে। এরপর দু’দিনের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ৩৪ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। আরও একাধিক ব্যক্তি সেটা আরজি করের অধ্যক্ষ, সুপার, ডাক্তার, যেই হোক না কেন, তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতো। বিরোধীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা রাজনীতি করলেন। আমি এটা নিয়ে রাজনীতি করতে চাই না।’
  • Link to this news (এই সময়)