আরজি কর মেডিক্যালে নিহত মহিলা চিকিৎককের সুবিচারের দাবিতে বিজেপির ধরনাকে কেন্দ্র করে শ্যামবাজারে ধুন্ধুমার। বিজেপির মঞ্চ ভেঙে দিল কলকাতা পুলিশ। শুক্রবার পূর্বঘোষিত কর্মসূচি অনুসারে বিজেপি নেতা-কর্মীরা সেখানে ধরনায় বসার চেষ্টা করতেই টেনে হিঁচড়ে বিজেপি নেতাদের গ্রেফতার করে নিয়ে গেলেন পুলিশ আধিকারিকরা। এর পর ওই জায়গায় ধরনায় বসতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি।
আরজি করে নিহত মহিলা চিকিৎসককে সুবিচার দেওয়ার দাবিতে শুক্রবার দুপুর থেকে বিজেপি শ্যামবাজারে ধরনায় বসবে বলে জানিয়েছিলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেই কর্মসূচির জন্য বৃহস্পতিবার রাত থেকে শুরু হয় মঞ্চ বাঁধার কাজ। অভিযোগ, অনুমতি নেই, এই কারণ দেখিয়ে শুক্রবার সকালে এসে সেই মঞ্চ ভেঙে দিয়ে যায়।
পূর্বঘোষিত কর্মসূচি অনুসারে বেলা ১টা নাগাদ শ্যামবাজারে জড়ো হন বিজেপি নেতাকর্মীরা। ফের মঞ্চ বাঁধার চেষ্টা করেন তাঁরা। সঙ্গে সঙ্গে তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ে কলকাতা পুলিশ। টেনে হিঁচড়ে সেখানে থাকা বিজেপি নেতারর্মীদের প্রিজন ভ্যানে তোলে তারা। পুলিশ সূত্রে খবর, গ্রেফতার করা হয়েছে রুদ্রনীল ঘোষসহ প্রায় ১৫ জন বিজেপি নেতাকর্মীকে।
পুলিশের বাধার মুখে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি নেতারা। রুদ্রনীল বলেন, ‘আমাদের বাধা দিয়ে রুখবে ভাবছে। মানুষ জেগে উঠেছে। তারা রাতেও পথে নামছে। এবার এদের পতন আসন্ন।’
এই ঘটনার পর পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি। ওদিকে শ্যামবাজারে ধরনায় বসার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে বিজেপি। শুধু শ্যামবাজার নয়, বিজেপির ডাকে এদিন বেলা ২টো থেকে পথ অবরোধ হয়েছে কলকাতার বিভিন্ন প্রান্তে।