• ‘‌সিবিআই তদন্তেরও ডেডলাইন থাকা উচিত’‌, মমতা পথে নামার আগে ডেরেকের বড় দাবি
    হিন্দুস্তান টাইমস | ১৬ আগস্ট ২০২৪
  • আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্ত করছে সিবিআই। আর আজ, শুক্রবার আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ নোটিশ পাঠাল সিবিআই। এই ধর্ষণ ও খুনের তদন্তে তাঁর যোগ রয়েছে কিনা সেটা জানতেই এই নোটিশ বলে সূত্রের খবর। এই আবহে আজ শুক্রবার পথে নামছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিলে হাঁটবেন তিনি। কিন্তু কোন দাবিতে এই মিছিল? এক্স হ্যান্ডেলে তা জানালেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’‌ব্রায়েন।

    এদিকে আজ সকালে সিবিআই দফতরে এসে পৌঁছয় সাতজনের একটি সিবিআই টিম। তাঁদের হাতে ছিল থ্রিডি স্ক্যানার। এই স্ক্যানার নিয়েই সিবিআই দল আরজি কর হাসপাতালে যাবে। সেখানে গিয়ে ডিজিটাল অভিডেন্স সংগ্রহ করার কাজ চালানো হবে বলে সিবিআই সূত্রে খবর। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে আরজি কর হাসপাতালে গিয়ে সেমিনার হল অক্ষত আছে কিনা দেখে আসতে। এবার ডেরেক ও’‌ব্রায়েন আজ সকালে এক্স হ্যান্ডেলে পোস্ট করে নানা কথা জানালেন। তিনি লেখেন, ‘‌মুখ্যমন্ত্রী কলকাতা পুলিশকে এই তদন্ত সম্পূর্ণ করতে ১৭ অগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন। সিবিআইয়ের ক্ষেত্রেও তা প্রযোজ্য হওয়া উচিত।’‌


    অন্যদিকে আরজি কর হাসপাতালের চারতলার সেমিনার হলে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ ও খুন করা হয়। সিবিআই তদন্তে সম্মতি আগেই জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কলকাতা পুলিশ তদন্তের সময় পায়নি। কারণ কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে দেয়। এই বিষয়ে ডেরেক ও’‌ব্রায়েনের কথায়, ‘‌এই ঘটনায় সিবিআইয়ের উচিত রোজ কী ঘটছে সেটা জানানো। কলকাতা পুলিশ একজনকে গ্রেফতার করেছিল। বিচার তখনই সম্ভব হবে, যখন সিবিআই সব জড়িতকে ধরবে এবং ফাস্ট ট্র্যাক আদালতে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। মুখ্যমন্ত্রী যেমন পুলিশকে ১৭ তারিখ পর্যন্ত সময় দিয়েছিলেন। তেমনই সেটা সিবিআইয়ের ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত।’‌

    এছাড়া আজ দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নামছেন। মৌলালি থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত তিনি একটি পদযাত্রা করবেন। সেটা দোষীর ফাঁসির দাবিতে। যে দাবিগুলিকে সামনে রেখে এই মিছিল তা হল—এক, প্রত্যেকদিন তদন্তে কী উঠে আসছে তা জানাতে হবে। দুই, রবিবারের মধ্যে সিবিআইকে রহস্যভেদ করতে হবে। তিন, কলকাতা পুলিশ একজনকে গ্রেফতার করেছে। কিন্তু সব অভিযুক্তকে গ্রেফতার করতে হবে। মামলা পাঠাতে হবে ফাস্ট ট্র্যাক কোর্টে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)