স্বাধীনতা দিবসের চা চক্রে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘একা রাজভবনে আসতে সমস্যা আছে।’ শুক্রবার সকালে তার পালটা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় লিখলেন বৃহস্পতিবারের বিকেলে রাজভবনের চা চক্রে হাজির না হওয়ার কারণ। আর সেই সুযোগে ফের একবার আক্রমণ করলেন মুখ্যমন্ত্রীকে।
প্রথা মেনে প্রতি বছর স্বাধীনতা দিবসের বিকেলে রাজভবনে চা চক্রের আয়োজন করেন রাজ্যপাল। এবছরও তার ব্যতিক্রম হয়নি। সেই অনুষ্ঠানে দলমত নির্বিশেষে আমন্ত্রিত থাকেন রাজ্যের রাজনৈতিক নেতা ও গুণীজনরা। বৃহস্পতিবারও তার ব্যতিক্রম হয়নি। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মাস কয়েক আগেই রাজভবনের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠার পর রাজভবনে যাবেন না বলে ঘোষণা করেছিলেন তিনি। জানিয়েছিলেন, রাজভবনে যেতে তিনি নিরাপদ বোধ করেন না। এরই মধ্যে বৃহস্পতিবার বিকেলে রাজভবনের সামনে সাংবাদিকদের তিনি বলেন, সৌজন্য রক্ষা করতে এসেছি। তবে একা রাজভবনে যেতে সমস্যা রয়েছে। তাই মেয়র ও পুলিশ কর্তাদের সঙ্গে এনেছি। চা চক্রে যোগদান করলেও রাজভবনের ভিতরে ঢোকেননি তিনি। বারান্দায় বসে কিছুক্ষণ কাটান তিনি। এমনকী কিছু খাননি মুখ্যমন্ত্রী।
রাত পোহাতে না পোহাতে শুক্রবার সকালে মমতাকে তাঁরই ভাষায় জবাব দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় রাজভবনের বারান্দায় মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সাঙ্গপাঙ্গদের ছবির সঙ্গে তাঁকে রাজ্যপালের পাঠানো আমন্ত্রণ পত্রের ছবি প্রকাশ করেছেন শুভেন্দুবাবু। সঙ্গে লিখেছেন, ‘স্বাধীনতা দিবস উপলক্ষে রাজভবনের চা চক্রে মাননীয় রাজ্যপাল মহোদয় আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু এদের সাথে দেখা হয়ে যাওয়ার সম্ভাবনা ও সৌজন্যতার বিড়ম্বনা সৃষ্টি হলে, আমার ছোট্ট ডাক্তার বোনটির বিদেহী আত্মা হয়তো কষ্ট পেতো। তাই আমন্ত্রণ রক্ষা করা সম্ভব হয়নি।'