‘পতাকা নিয়ে গুন্ডাগিরি...’, আরজি করে ভাঙচুরের ঘটনায় মমতার নিশানায় কারা?
এই সময় | ১৭ আগস্ট ২০২৪
আরজি করে সেদিন রাতে হামলা করেছিল কারা? হাসপাতালে ভাঙচুরের ঘটনায় সিপিএম-বিজেপিকেই নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, সেদিনের হামলার ঘটনায় এখনও পর্যন্ত মোট ২৫ জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। সেদিনের হামলার ঘটনার সঙ্গে যুক্ত সকলকেই গ্রেপ্তার করার ব্যাপারে আশ্বাস দিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার।আরজি করের ঘটনায় সিপিএম-বিজেপির ‘মিথ্যা প্রচার’-এর অভিযোগ তুলে শুক্রবার কলকাতায় মিছিল করে তৃণমূল কংগ্রেস। সেই মিছিল থেকেই বিরোধীদের একযোগে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাতের হামলার ঘটনায় সিপিএম-বিজেপিরই ‘চক্রান্ত’ রয়েছে বলেই দাবি করেন তিনি। মমতা বলেন, ‘একটা বোনকে বিপদে ফেলে শুধুমাত্র ভাঙচুর, ঠিক নয়। আমি জানি, সিপিএম, বিজেপি আরজি করে ভাঙচুর করেছে।’
বুধবার মধ্যরাতে মহিলাদের প্রতিবাদ কর্মসূচিকে সমর্থন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘সাধারণ মানুষের প্রতিবাদকে কুর্নিশ জানাই। মা-বোনদের প্রতিবাদ। নিশ্চয়ই তাঁরা ঠিক কাজ করেছেন বলে মনে হয়।’ এরপরেই হামলার ঘটনা নিয়ে তাঁর সংযোজন, ‘রাত ১২টার পরে ডিওয়াইএফআই নিয়েছে দলের পতাকা, বিজেপি নিয়েছে জাতীয় পতাকা। জাতীয় পতাকা রাজনৈতিক কাজে ব্যবহার করা যায় না। এই পতাকা নিয়ে গুন্ডাগিরি করা যায় না। এটা বন্ধ করা উচিত।’
সিপিএম-বিজেপি একযোগে অপপ্রচার চালাচ্ছে বলেও দাবি করেন তিনি। মমতা বলেন, ‘অপপ্রচার করেছেন আপনারা। বিজেপি নেতা কলকাতা পুলিশের কমিশনারকে কুকথা বলেছেন। বিজেপির হাতের তামাক খাচ্ছে কংগ্রেস, সিপিএম।’ মমতার কথায়, উত্তরাখণ্ডে নার্সের ধর্ষণ, মৃত্যুর ন’দিন পর দেহ মিলেছে। তাঁর মতে, যাতে বিক্ষোভ শুরু না হয়, সে কারণে এ সব করা হয়েছে। কিন্তু বাংলায় এ সব হয় না।
ইতিমধ্যেই এই ঘটনায় প্রকৃত দোষীর ফাঁসির আবেদন জানানো হয়েছে তৃণমূলের তরফে। ঘটনার তদন্ত ভার এখন সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। সিবিআই এই ঘটনার দোষীদের খুঁজে বের করে দ্রুত শাস্তিপ্রদানের ব্যবস্থা করুক, এদিনের মঞ্চ থেকে সেই দাবি তুলে ধরেন মুখ্যমন্ত্রী। আগামী রবিবার পর্যন্ত কলকাতা পুলিশকে সময় দেওয়ার ব্যাপারে আগেই জানিয়েছিলেন তিনি। এদিন সিবিআইকেও রবিবারের মধ্যে তদন্ত শেষ করার সময়সীমা দেন তিনি।