'কেন প্রতিবেশি রাষ্ট্ররা বলে ইন্ডিয়া যেন হস্তক্ষেপ না করে?' মমতার প্রশ্ন
এই সময় | ১৭ আগস্ট ২০২৪
বাংলাদেশ ইস্যুতে মোদী সরকারকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুক্রবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কেন্দ্রকে প্রশ্ন করেন, 'লজ্জা করে না প্রতিবেশি রাষ্ট্রগুলো কেন বলবে, ইন্ডিয়া যেন আমাদের কাজে ইন্টারফেয়ার না করে। আগে কোনওদিন এমন হয়নি। এই প্রথম বিজেপি সরকারের আমলে তা হলো।' পাশাপাশি এ রাজ্যের সরকার কী ভাবে গোটা পরিস্থিতি সামাল দিয়েছে, তাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।আরজি করের ঘটনার প্রতিবাদে এ দিন কলকাতায় মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে মিছিলে পা মেলান তৃণমূলের বিধায়ক-সাংসদ এবং অসংখ্য সাধারণ মানুষ। মিছিল শেষে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায়, 'বাংলায় কোনও ঘটনা ঘটলে রাজ্য প্রশাসন তা সামলাতে সক্ষম। আশাকরি বাংলাদেশের ঘটনায় দেখেছেন কী ভাবে আমরা হিন্দু-মুসলিম এবং সীমান্ত এলাকাকে শান্ত রেখেছি। কেউ কোনও অশান্তি করেনি।'
মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা যায় মণিপুর, নাগাল্যান্ড, অসম, বিহার, উত্তরপ্রদেশের প্রসঙ্গও। মিথ্যা রটানো হচ্ছে BJP-র তরফে, এমনটাই বারবার এ দিন অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, 'মিথ্যা বলে কুৎসা, অপপ্রচার করা হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে বিজেপি-সিপিএম ফেক-স্পনসর্ড ভিডিয়ো করে ছড়িয়ে দিচ্ছে। প্রধানমন্ত্রী নিজে নীতি আয়োগের মিটিংয়ে এইসব ফেক ভিডিয়োর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন। কেন্দ্র যদি নেয় তবে রাজ্য কেন নেবে না?'
'বাংলায় কোনও ঘটনা ঘটলে তা সামলাতে সক্ষম রাজ্য প্রশাসন।' শুক্রবার এমনটাই মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরজি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় বারবার বাংলার প্রশাসন এবং কলকাতা পুলিশের দিকে আঙুল তুলেছে বিরোধীরা। BJP সরাসরি নিশানা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। পাল্টা কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রীও।
মোদী সরকারকে আক্রমণ করে মমতা এ দিন আরও বলেন, 'এ সব কুৎসা করে আজ আপনারা এক পায়ে দাঁড়িয়ে রয়েছেন। আর এক পা নীতীশ-চন্দ্রবাবুর উপর ভর করে। আমরা চরিত্র হনন করে, কুৎসা করে খাই না। বিজেপি নেতা কলকাতার পুলিশ কমিশনারকে কুকথা বলেছেন। আর বিজেপির হাতের তামাক খাচ্ছে কংগ্রেস, সিপিএম।'