অরিন্দম মুখার্জি: শুক্রবার রাজ্যজুড়ে পালিত হল খেলা হবে দিবস। পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাজ্যের বিভিন্ন ক্লাব এবং একাধিক সংগঠনকে দেওয়া হয়েছিল ১৫,০০০ টাকা।
যাতে এদিন বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মেনে পুরুলিয়া জেলা পরিষদ এবং পুরুলিয়া পৌরসভার ব্যাবস্থাপনায় খেলা হবে দিবস পালিত হল পুরুলিয়ার এম.এস.এ ময়দানে।
উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত মহাশয়া, অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) আদিত্য বিক্রম মোহন হিরানি পুরুলিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষা সুমিতা সিং মল্ল, শিবানী মাহাত, সমরজিৎ মাহাত , মেন্টর জয় ব্যানার্জি সহ আরও অনেকে।