• স্বাধীনতা দিবস উপলক্ষে একদিনের কর্মশালা, বিশেষ বার্তা দিয়ে বিতরণ করা হল আমগাছের চারা, হল বৃক্ষরোপণ...
    আজকাল | ১৭ আগস্ট ২০২৪
  • অরিন্দম মুখার্জি, পুরুলিয়া: বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ওয়াকিবহাল মহল বারবার গাছ লাগানোর বিষয়ে জোর দেওয়ার কথা বলেছে। স্বাধীনতা দিবস উপলক্ষে যে বিশেষ উদ্যোগ নেওয়া হল পুরুলিয়ায়, তাতে তারই ছায়া। 

    পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ , কৃষির সহকারী পরিচালক পুরুলিয়া ১ এবং পিআইএ, কাঁসাই এবং বেলকুড়ি-র ব্যাবস্থাপনায় ৭৮ তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এক দিনের কর্মশালার মাধ্যমে কৃষি ভবনে আমের চারা বিতরণের করা হয়। গ্রামীণ জীবনযাত্রার প্রচার ও পুরুলিয়া ১ নং ব্লকের অন্তর্গত লাগদা গ্রামে আমগাছের চারা রোপণ হয় এদিন এবং এর মধ্যে দিয়ে বিশেষ দিনটি পালিত হল। 

    এই উপলক্ষে সভাধিপতি নিবেদিত মাহাতো বলেন, 'একটি গাছ একটি প্রাণ, গাছ না থাকলে আমরা ক্রমশ খরার কবলে চলে যাব, বৃষ্টি কাম হবে গাছ না থাকলে। তাই আমরা আজ থেকে ব্রত নিই, এসো- সবাই মিলে যেমন, স্বাধীনতা দিবস পালন করছি, তেমনই সবাই মিলে গাছ লাগাই।'
  • Link to this news (আজকাল)