• আগামী রবিবার সকাল সাতটা থেকে চলবে মেট্রো, কেন জেনে নিন?
    আজকাল | ১৭ আগস্ট ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আগামী রবিবার অর্থাৎ ১৮ আগস্ট চলবে অতিরিক্ত মেট্রো। সেদিন সিভিল সার্ভিস পরীক্ষা রয়েছে। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হল। ডাব্লুবিসিএস পরীক্ষার্থীদের যাতে সেদিন অসুবিধা না হয় সেজন্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেট্রো সূত্রে জানানো হয়েছে, রবিবার দিনভর চলবে অতিরিক্ত মেট্রো।

    মেট্রোরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, সকাল সাতটা থেকে সেদিন শুরু হবে মেট্রো পরিষেবা। অন্য রবিবার পরিষেবা শুরু হয় সকাল ৯ টায়। তবে সেদিন পরীক্ষা রয়েছে। তাই দুঘন্টা আগেই শুরু হবে পরিষেবা। সকাল সাতটা থেকে নটা পর্যন্ত আধঘন্টা পর পর মিলবে মেট্রো। এরপর থেকে নির্ধারিত সময় অর্থাৎ ১৫ মিনিট অন্তর পাওয়া যাবে মেট্রো।

    রবিবার আপ-ডাউন লাইনে ১৩০ টি মেট্রো চলে। এই সপ্তাহে চলবে ১৩৮ টি। তবে পার্পল, অরেঞ্জ ও গ্রিণ লাইন অর্থাৎ শিয়ালদহ-সল্টলেক, জোকা-তারাতলা, হাওড়া-এসপ্ল্যানেড রুটে পরিষেবা বন্ধ থাকবে।  
  • Link to this news (আজকাল)