• এত গুজব কেন, একটু ধৈর্য ধরুন, সাংবাদিক বৈঠক থেকে বার্তা দিলেন পুলিশ কমিশনার...
    আজকাল | ১৭ আগস্ট ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আরজি কর কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য, দেশ। জায়গায় জায়গায় আন্দোলন, প্রতিবাদ। দোষীদের ফাঁসির দাবি জানিয়ে শুক্রবার পথে নেমেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে গত এক সপ্তাহ ধরে এই ঘটনাকে কেন্দ্র করে নানা তথ্য সামনে উঠে এসেছে বারবার। কলকাতা পুলিশের পক্ষ থেকে, একাধিকবার বলা হয়েছে, গুজব না ছড়ানোর জন্য। শুক্রবার সাংবাদিক বৈঠকেও সেকথা বললেন, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।

    এদিন তিনি বলেন, এই মুহূর্তে গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তদন্তকারী সংস্থার উপর আস্থা রাখার কথা বলে পুলিশ কমিশনার বলেন, ‘এত অধৈর্য কেন? তদন্তকারী সংস্থার উপর ভরসা রাখা হোক। কেন এই গুজব ছড়াচ্ছে?’ তারপরেই বলেন, ‘কেউ কেউ বলছেন পুলিশ মেয়েটির আত্মহত্যার কথা জানিয়েছিল পরিবারকে। সেটি সম্পূর্ণ মিথ্যে কথা। কেউ বলছেন ১৫০ গ্রাম সিমেন পাওয়া গিয়েছে। আমি জানি না এসব তথ্য কোথা থেকে পাচ্ছেন।সর্বত্র এই তথ্য ছড়াচ্ছে। আমি সবাইকে অনুরোধ করছি, কেন্দ্রোয় তদন্তকারী সংস্থা তদন্ত চালাচ্ছে। আমাদের অফিসাররা সহযোগিতা করছেন। আমাদের বিশ্বাস এবং ধৈর্য রাখতে হবে।‘  

    একই সঙ্গে ১৪ তারিখের রাতের হামলার ঘটনায় কার্যত দায় স্বীকার করে নিলেন বিনীত গোয়েল। ১৪ তারিখ রাতে আরজি কর-এ কর্তব্যরত চিকিৎসকের ধর্ষণ এবং মৃত্যুর প্রতিবাদে পথে নামেন হাজার হাজার মানুষ। শহর এবং রাজ্য জুড়ে মধ্যরাতে চলে আন্দোলন। আর তার মাঝেই হামলা চলে আরজি করে। এই ঘটনায় প্রশ্নের মুখে পড়ে পুলিশের ভূমিকা। এদিন পুলিশ কমিশনার বলেন, স্বতঃস্ফূর্ত ভাবে কোনও জমায়েত হলে, তা নিয়ন্ত্রণ করা তুলনামূলক কঠিন। সেদিনের হামলার দুটি ভিডিও দেখান তিনি। তাতে দেখান, কিভাবে বিপুল পরিমানের মানুষ হাসপাতালে ঢুকছেন। তিনি বলেন, সারা শহর জুড়ে আন্দোলন থাকায়, সর্বত্র পুলিশ মোতায়েন ছিল। আরজি করেও ডিসিপি পর্যায়ের পুলিশ মোতায়েন ছিল, কিন্তু আন্দোলন যে আচমকা হিংস্র হয়ে উঠবে, তা পুলিশ আন্দাজ করতে পারেন, একথা কার্যত স্বীকার করে নিলেন সিপি। জানান, ডিসিপি আহত হওয়ায় সাময়িক ভাবে ছত্রভঙ্গ হয়ে যায় পুলিশ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সময় লাগে সেকারণে। ১৪ তারিখ রাতের হামলার ঘটনায়় এখনও পর্যন্ত মোট ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।
  • Link to this news (আজকাল)