• 'জেকিল এবং হাইডের মতো আচরণ করছেন মুখ্যমন্ত্রী'!
    ২৪ ঘন্টা | ১৭ আগস্ট ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'জেকিল এবং হাইডের মতো আচরণ করছেন'। আরজি করকাণ্ডে মুখ্য়মন্ত্রীকে নিশানা করলেন রাজ্য়পাল সিভি আনন্দ বোস। বললেন, 'আরজি করের ঘটনার মুখ্য়মন্ত্রীকে দীর্ঘ চিঠি লিখেছিলাম। পদক্ষেপ করার পরামর্শ দিয়েছিলাম। সংবিধানের ১৬৭ ধারায় রিপোর্টও চেয়েছিলাম। গত ৫ বছরে এমন ৩০ চিঠি পাঠিয়েছি, কোনও উত্তর পাইনি। এটা অসাংবিধানিক'।

    আরজি করকাণ্ডে উত্তাল গোটা রাজ্য। হাইকোর্টের নির্দেশে যখন ঘটনার তদন্তে নেমেছে সিবিআই, তখন অভিযুক্তের ফাঁসির দাবিতে সরব মুখ্যমন্ত্রী।  একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্‍কারে রাজ্য়পাল বলেন, 'মুখ্যমন্ত্রী বলছেন অভিযুক্ত ফাঁসি দাও এবং তারপর বিচার চলুক। মুখ্য়মন্ত্রী জেকিল এবং হাইডের মতো আচরণ করছেন। মানুষ জানে কে কী'।

    আরজি কর কাণ্ডে নিহত চিকিত্‍সকের বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বলেছিলেন,  'রবিবারের মধ্যে যদি পুলিস এই কেসের সুরাহা করতে না পারে তাহলে আমরা এই কেস সিবিআইয়ের হাতে তুলে দেব'। তখনও সময়সীমা শেষ হয়নি। আরজিকর মামলা সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। রাজ্যপাল বলেন, 'এই মামলা অবশ্যই পুলিসের ব্য়র্থতা আছে। মানুষের মনে এখন সন্দেহ জাগছে যে, কে পুলিস আর কে চোর? পুলিস যেভাবে তদন্ত করেছে, তাতে আমি সন্তুষ্ট নই'।

    এদিন আরজি কর কাণ্ডে অভিযুক্তের ফাঁসির দাবিতে কলকাতায় মৌলালি থেকে  ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করে মুখ্যমন্ত্রী। মিছিল শেষে তিনি বলেন, 'এটা কলি যুগ।‌ কতকগুলো নেতানেত্রী ইদানিং তৈরী হয়েছে। যারা উন্নাও বা বিলকিস বানো, হাথরসের ঘটনা যখন ঘটে, যখন কুস্তিগীর সাক্ষীকে হেনস্থা করা হয় তখন কিছু বলে না। এমনকী যখন আমাদের রাজার ভবনে (রাজভবনে) মহিলা কর্মচারী নিগৃহীত হয়, তখনও এরা প্রতিবাদ করে না'।

  • Link to this news (২৪ ঘন্টা)