• রাইপুরে মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার, চাঞ্চল্য
    বর্তমান | ১৭ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বৃহস্পতিবার রাইপুর থানা এলাকার মটগোদা ও সারগাড়ি এলাকায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। লাল কালিতে লেখা দু’টি পোস্টার দেওয়ালে সাঁটানো ছিল। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। পুলিস দ্রুত ওইসব পোস্টার সরিয়ে দেয়। পোস্টারগুলিতে ভুলে ভরা বানানে লেখা ছিল, ‘আমাদের পশ্চিমবঙ্গে যে দুর্নীতি তা আমরা সহ্য করতে পারছি না। তাই আমরা আবার লড়াইয়ে নেমেছি। লাল লাল লাল সেলাম। সিপিআই মাওবাদী।’ যদিও পোস্টার কাণ্ডের সঙ্গে মাওবাদীদের যোগ থাকার বিষয়টি বাঁকুড়া জেলা পুলিস উড়িয়ে দিয়েছে।   

    বাঁকুড়ার পুলিস সুপার বৈভব তেওয়ারি বলেন, জেলায় মাওবাদীদের কোনও অস্তিত্ব নেই। স্থানীয়স্তরে কিছু মানুষ গুজব ছড়ানোর জন্য ওই ধরনের পোস্টার সাঁটিয়ে থাকে। দু’বছর আগে এজেলায় পোস্টার সাঁটানোর অভিযোগে কয়েকজনকে পুলিস গ্রেপ্তার করেছিল। তাদের সঙ্গে মাওবাদীদের দূর দূরান্তেও কোনও সম্পর্ক ছিল না। নিছক মজা করার জন্য তারা পোস্টার সাঁটিয়েছিল বলে পুলিসি জেরায় ধৃতরা স্বীকার করেছিল। রাইপুরেও ওই ধরনের কোনও ঘটনা ঘটেছে বলে আমাদের মনে হচ্ছে। এব্যাপারে খোঁজখবর নিচ্ছি।
  • Link to this news (বর্তমান)