• নবদ্বীপে খেলা হবে দিবস পালন
    বর্তমান | ১৭ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, নবদ্বীপ: ‘খেলা হবে দিবস’ পালিত হল নবদ্বীপে। শুক্রবার নবদ্বীপ বিবেকানন্দ স্টেডিয়ামে নবদ্বীপ পুরসভা ও পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের আয়োজনে একদিনের আটদলীয় নকআউট স্কুল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। নবদ্বীপ শহরে খেলা হবে দিবসের সূচনা করেন বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা। উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা সহ পুরসভার অন্যান্য কাউন্সিলার ও বিভিন্ন স্কুলের শিক্ষকরা।

    নবদ্বীপ বিবেকানন্দ স্টেডিয়ামে পুরসভার আয়োজনে আটদলীয় এই নকআউট ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়েছিল নবদ্বীপ হিন্দু হাইস্কুল, বকুলতলা হাই স্কুল, শিক্ষা মন্দির (উঃ মাঃ), শ্রীগৌরাঙ্গ বিদ্যাপীঠ (উঃ মাঃ),আর সি বি সারস্বত মন্দির, জাতীয় বিদ্যালয়, ভাগীরথী বিদ্যাপীঠ ও বাবলারি রামসুন্দর হাই স্কুল।

    নবদ্বীপ পুরসভার পক্ষ থেকে এই টুর্নামেন্ট পরিচালনা করেন কাউন্সিলার সুজিত কুমার সাহা। তিনি বলেন, নবদ্বীপের স্কুল স্তরের আটটি টিমকে নিয়ে নকআউট এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এদিনের খেলা দেখতে প্রতিটা স্কুলের ছাত্ররা স্টেডিয়ামে উপস্থিত ছিলেন তারা করতালি দিয়ে খেলোয়াড়দের উৎসাহিত করে।

    আগামী প্রজন্মের মধ্যে খেলাধুলার উন্নতি ঘটাতে ও খেলোয়াড়দের মাঠমুখী করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই টুর্নামেন্ট শুরু হয়েছিল। সেই টুর্নামেন্ট আমরা বাস্তবায়িত করে চলেছি। সেই কারণে স্কুলস্তরের খেলোয়াড়দের নিয়ে এই টুর্নামেন্ট করেছিলাম। যারা আগামী দিনের ভবিষ্যৎ, সেইসব খুদে খেলোয়াড়দের এই টুর্নামেন্টে সুযোগ দেওয়া হয়েছিল। যাতে ওইসব খেলোয়াড়রা এই ধরনের বড় মাঠে নিজের প্রতিভাকে তুলে ধরতে পারে। শহর এলাকার এই টুর্নামেন্টের ফাইনালে শিক্ষা মন্দির (উঃ মাঃ) ৫-০ গোলে জাতীয় বিদ্যালয়কে হারিয়ে জয়ী হয়।

    অন্যদিকে এদিন যুবকল্যাণ দপ্তরের পক্ষ থেকে নবদ্বীপ ব্লকের চরব্রহ্মনগর সেবক সমিতি এবং মহেশগঞ্জ বিপ্রনগর একতা ক্লাব দুটি দলের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচের মধ্যে দিয়ে ‘খেলা হবে দিবস’ পালন করা হয়। বিপ্রনগর একতা ক্লাব ২-১ গোলে হারিয়ে দেয় সেবক সমিতি ক্লাবকে। উপস্থিত ছিলেন বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা, নবদ্বীপের জয়েন বিডিও জয়ন্ত পাঠক, পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু রানি ঘোষ।
  • Link to this news (বর্তমান)