• অনুপ্রবেশ রুখতে বিএসএফের সতর্কবার্তা সীমান্ত গ্রামবাসীদের
    বর্তমান | ১৭ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, করিমপুর: বাংলাদেশি অনুপ্রবেশ আটকাতে এবং সীমান্তে শান্তি বজায় রাখতে স্থানীয়দের সতর্ক করল বিএসএফ। শুক্রবার সীমান্তবর্তী শিকারপুর গ্রাম পঞ্চায়েতে স্থানীয় জনপ্রতিনিধি, পঞ্চায়েত প্রধান ও সাধারণ মানুষের সঙ্গে এ ব্যাপারে বৈঠক করেন বিএসএফের আধিকারিকরা। জানা গিয়েছে, গত দশদিন আগে অশান্তি শুরু হয় প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে। সেই অশান্তির আঁচ যাতে এদেশে না পড়ে তার জন্য প্রথম থেকে সীমান্তে সতর্ক ছিল সীমান্ত রক্ষী বাহিনী। বাংলাদেশের বহু মানুষ ভারতে আসার জন্য বিভিন্ন সীমান্তে ভিড় জমান। বাংলাদেশিদের সেই অনুপ্রবেশ বিএসএফ সর্বত্র রুখে দিয়েছে। কিন্তু তারপরেও যাতে ওই দেশ থেকে কেউ কোনও ভাবে এদেশে ঢুকে না পড়ে সে ব্যাপারে সতর্ক থাকার জন্য জানানো হয়েছে সীমান্ত এলাকার মানুষদের। স্থানীয় বাসিন্দারা জানান, বাংলাদেশের ওই ঘটনার পরে এলাকার চাষিদের অনেকেই কাঁটাতারের বেড়ার ওপারে জমিতে চাষ করতে যাওয়া নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। কিন্তু বিএসএফের সাহায্যে এবং তাদের পাহারায় কাঁটাতারের বেড়া পেরিয়ে চাষ করতে গিয়ে কারও কোনও সমস্যা হয়নি। সাধারণ মানুষকে এখন সন্ধ্যার পর সীমান্তে না যাওয়ার জন্য বলা হয়েছে। শিকারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অনুপ বিশ্বাস বলেন, বিএসেএফের পক্ষ থেকে আমাদের জনপ্রতিনিধি ও সাধারণ মানুষদের জানানো হল যে, এমনিতেই সীমান্তে সন্ধ্যা ছ’টা থেকে সকাল ছ’টা পর্যন্ত সকলের যাতায়াত নিষিদ্ধ থাকে। এখন বাংলাদেশের পরিবেশ অনেক শান্ত হয়েছে। দুই দেশের বাহিনীই নজর রাখছে। তবুও এই অস্থিরতার সুযোগ নিয়ে ওদেশ থেকে কেউ যাতে এদেশে না ঢুকে আসে তার জন্য বিএসএফের পাশাপাশি সবাইকে খেয়াল রাখতে হবে। এলাকায় অচেনা বা সন্দেহজনক কাউকে দেখলে স্থানীয় পুলিস কিংবা বিএসএফকে জানাতে বলা হয়েছে। কারণ, সন্ধ্যা ছ’টা থেকে সকাল ছ’টা পর্যন্ত ওই এলাকায় কার্ফু জারি থাকবে। এছাড়াও সীমান্তের কাঁটাতারের বেড়ার পাঁচশো মিটারের মধ্যে এলাকার কেউ যেন না যায় এবং একসঙ্গে পাঁচজন জটলা করা যাবে না। তিনি আরও বলেন, এব্যাপারে সন্ধ্যা ছ’টার পরিবর্তে রাত ন’টা পর্যন্ত সময় দিতে অনুরোধ করা হয়েছে। কারণ সীমান্তে বহু মানুষের বাড়ি কাঁটাতারের বেড়ার পাশে। রাতে কাজ সেরে বাড়ি ফেরার জন্য তাদের একটু সময় দিতেই হবে। বিএসএফের এক আধিকারিক জানান, সীমান্তে সুরক্ষা বজায় রাখতেই মানুষের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হল। এটা নতুন কোনও ব্যাপার নয়। সীমান্তে নানা পরিস্থিতিতে এমন বৈঠক করা হয় এবং সীমান্তবাসীকে সতর্ক থাকাতে বলা হয়।
  • Link to this news (বর্তমান)